Arijit

বুমরাহ-সামির থেকেও ভয়ঙ্কর এই বোলারকে বাদ দেওয়া হল দক্ষিণ আফ্রিকা সফরে, নিয়মিত ১৫০ কিমি গতিতে বোলিং করেন

এই মুহূর্তে চলছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ইতিমধ্যেই ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। চোট সমস্যা কাটিয়ে উঠতে না পারায় এই সিরিজ থেকে ছিটকে গিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই সিরিজেই পূর্ন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতেন রোহিত শর্মা কিন্তু তার আগেই চোটের কারণে তিনি ছিটকে গেলেন সমগ্র ওয়ানডে সিরিজ থেকে।

   

রোহিতের পরিবর্তে এই ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও এই ওয়ানডে সিরিজে দলে রয়েছেন ভারতের প্রাক্তন ওয়ানডে অধিনায়ক তথা বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

ওয়ানডে সিরিজে ভারতীয় দল একটি খুব সুন্দর বাছাই করা হলেও এই দলে নেওয়া হয়নি ঘরোয়া লিগে দুর্দান্ত বোলিং করা জোরে বোলার কাশ্মীরের ওমরান মালিককে। কাশ্মীরের এই বোলার নিয়মিত 150 কিলোমিটার এর বেশি গতিবেগে বোলিং করে যেতে পারেন। অনেকেই ওমরান মালিককে পাকিস্তানের শোয়েব আখতারের সঙ্গে তুলনা করেছেন। ঘরোয়া লীগ এবং আইপিএলে দুরন্ত গতির সঙ্গে লাগাতার বোলিং করেছেন ওমরান মালিক। ওমারানের সামনে নেই ভারতের তারকা বোলাররাও। তার সত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সুযোগ দেওয়া হল না ওমরান মালিককে।

এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ওয়ানডে দল:-
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিশভ পন্থ (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, রবি অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ