Government

anita

Government: ১ টাকাও লাগবে না! এবার বিন্যমূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার

নিউজ শর্ট ডেস্ক: এই মূল্য বৃদ্ধির বাজারে সংসার খরচ টানতেই হিমশিম খাওয়ার জোগাড় হয় মধ্যবিত্তের। বিশেষ করে এখনকার দিনে মধ্যবিত্তের মাথাব্যথার কারণ ক্রমবর্ধমান রান্নার গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম (Price)।এসবের মধ্যেই সামনে এসে গেল এক বড়োসড়ো আপডেট। যা থেকে জানা যাচ্ছে ভবিষ্যতে  এমনও দিন আসবে যখন গ্যাস সিলিন্ডারের জন্য আর এক টাকাও দিতে হবে না।

   

সম্পূর্ণ বিনামূল্যে (Free) দেওয়া হবে রান্নার গ্যাস সিলিন্ডার। যা সত্যিই অবাক হওয়ার মতোই কথা। প্রসঙ্গত একটা সময় ছিল যখন এই রান্নার গ্যাসের দামই ছিল ৫০০ টাকারও কম। কিন্তু গত এক দশকে তা বাড়তে বাড়তে একসময় ১১০০ টাকাও ছাড়িয়ে গিয়েছিল। যদিও তা বর্তমানে ধাপে ধাপে কমতে কমতেই  ৮০০ টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে।

যদিও এক্ষেত্রে বিরোধীরা বারবার কাঠগড়ায় তুলেছে কেন্দ্রের মোদী সরকারকেই। এক্ষেত্রে তাঁদের বরাবরের  দাবি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই হু হু করে দাম বেড়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের। যদিও বর্তমানে বিজেপি সরকারের আমলে সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকেন উজ্বলা যোজনার গ্রাহকরা।

সরকার,Government,গ্যাস সিলিন্ডার,Gas Cylinder,বিনামূল্যে,Free,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

মোদি সরকার উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করার পর দেশের ৯ কোটিরও বেশি মহিলা তাঁদের সংসারের জন্য বছরে ১২ টি রান্নার গ্যাস সিলিন্ডার বিপুল ভর্তুকিতে পেয়ে থাকেন। বর্তমানে প্রতিটি উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি দেয় কেন্দ্র।

আরও পড়ুন: NSG কমান্ডোদের ব্ল্যাক ক্যাট বলা হয় কেন? তাঁদের নিয়োগ হয় কিভাবে? বেতনই বা কত জানেন?

মোদি সরকার এই প্রকল্প চালু করার পর থেকে এই পর্যন্ত দেশের মোট ৯ কোটি মহিলা এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়ে চলেছেন। তাঁরা প্রত্যেকেই বছরে মোট ১২ টি উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন।

সরকার,Government,গ্যাস সিলিন্ডার,Gas Cylinder,বিনামূল্যে,Free,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরই মাঝে লোকসভা নির্বাচনের আগে ঝড় তুলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি দাবি। সম্প্রতি অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে  রেখেই নির্বাচনী ইস্তাহারে তৃণমূল কংগ্রেস সম্প্রতি জানিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, বছরে দশটি করে বিনা মূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তবে এখানে বলে রাখি এই সুবিধা শুধুমাত্র বিপিএল তালিকাভুক্ত পরিবার গুলিকেই তারা এই গ্যাস সিলিন্ডার দেওয়ার কথায় জানিয়েছে।