Travel

Papiya Paul

Travel: ভুলে যাবেন ডুয়ার্স, এই ৩ টি অফবিট লোকেশনে একবার গেলে মনে থাকবে সারাজীবন

নিউজশর্ট ডেস্কঃ চলতি বছরের রাজ্যজুড়ে গরমের তীব্রতা প্রবল রয়েছে। মাঝে কিছুদিন বৃষ্টির জন্য তাপমাত্রা কমলেও আবার ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে এই গরমের ছুটিতে বহু মানুষই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে। সেক্ষেত্রে অনেকেরই পছন্দের জায়গা ডুয়ার্স(Dooars)।

   

তবে শুধু ডুয়ার্স না ওর আশেপাশে বেশকিছু অফবিট ডেস্টিনেশন(Offbeat Destination) রয়েছে যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে আপনার। আজকের এই প্রতিবেদনে এমনই তিনটি অফবিট ডেস্টিনেশন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করবো।

১) ইয়েলবং ক্যানিয়ন: ওদলা বাড়ি থেকে এই জায়গার দূরত্ব মাত্র ৩৮ কিলোমিটার। এখানে পাহাড়ে নদীর মধ্যে টিলা পেরিয়ে ট্রেক করতে পারবেন আপনি। এটা যেন একটা এডভেঞ্চারাস পরিবেশ। পুরো পাহাড়ি ঝর্ণার মধ্যে দিয়ে আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন এই জায়গা কতটা সুন্দর এবং থ্রিলিং।

আরও পড়ুন: Cashback: সস্তায় মিলবে চাল, ডাল, বাড়ি বসেই করবেন অর্ডার, পেতে পারেন ২০০ টাকা ক্যাশব্যাক!

২) গরুবাথান: জলপাইগুড়ি সংলগ্ন মালবাজার জংশনে ট্রেন থেকে নামার পর মাত্র ১৫ কিলোমিটার দূরেই রয়েছে এই গরুবাথান। এখানে পাহাড়ে ঝরনার জল, নানারকমের নাম না জানা পাখির কোলাহল, মেঘের আনাগোনা, প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছুই মন জয় করে নেবে আপনার।

৩) লাটাগুড়ি: মূর্তি নদীর পাশে রাস্তার দুই ধারে হয়েছে ঘন ঘন গাছের সারি আর এই ঘন জঙ্গলে লাটাগুড়ি ফরেস্ট। এখানে আপনি হুডখোলা গাড়ি করে জঙ্গল সাফারি সুযোগ পাবেন। এখানে রাত্রিযাপনের জন্য হোটেলের ও ব্যবস্থা রয়েছে। একদিকে ঝর্ণা অপরদিকে নদী। এছাড়া নানা রকমের বন্যপ্রাণীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ। এই অভিজ্ঞতা সারা জীবন আপনার মনে থেকে যাবে।