এবারের ভোট প্রচারের লাগামছাড়া তৃণমূল নেতারা। এদিন মন্ত্রী গৌতম দেবের সামনেই শব্দের ফুলঝুরি ছোটালেন এক তৃণমূল নেতা। জলপাইগুড়ি আর্ট কলেজের হল ঘরে নেতা বলেছেন, ‘আমরা যদি দাগি মালদের ভোটে জেতাতে পারি, তাহলে সদরের তাবড় তাবড় নেতা, ভাল মানুষ থাকতেও কেনও ভোটে জিততে পারি না?’ নিজেকে মস্তান, ভোট ছিনতাইকারি এসবও বলেছেন সেই নেতা। যা শুনে কোনও কথা না বলে চলে যান গৌতম দেব।