Papiya Paul

পুজোর আগেই ধামাকা খবর! মিঠাইয়ের পর নতুন নায়িকার সঙ্গে কামব্যাক করছেন ‘উচ্ছেবাবু’ ওরফে আদৃত

নিউজশর্ট ডেস্কঃ Adrit Roy Comeback In Bengali Cinema: বড়পর্দা থেকে তার অভিনয় জীবনের কেরিয়ার শুরু হয়। ‘নুরজাহান’ থেকে ‘প্রেম আমার টু’ এই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। এরপর হঠাৎ করেই তিনি ছোটপর্দায় চলে আসেন। জি বাংলার(Zee Bangla) ‘মিঠাই'(Mithai) সিরিয়ালে অভিনেত্রী সৌমিতৃসার সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিক শুরু করেন। যেখানে উচ্ছেবাবু চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনও জয় করে নিয়েছেন।

   

এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আবার বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা আদৃত রায়(Adrit Roy)। টলিপাড়ার সূত্রের খবর অনুযায়ী, এসভিএফ প্রযোজনা সংস্থার তৈরি নতুন ছবিতে দেখা যাবে আদৃতকে। এই ছবির নাম ‘পাগল প্রেমী’, এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন পরিচালক অভিরূপ ঘোষ। যদিও আদৃতর বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা এখন অবশ্য জানা যায়নি। এই নতুন ছবির প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা থেকে ছবির পুরো টিম।

মিঠাই সিরিয়ালে দীর্ঘদিন অভিনয় করার পর আদৃতর জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। মিঠাই শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার নতুনভাবে টিভিতে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। এবার তার সিনেমায় কামব্যাকের খবর শুনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তেরা।

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরেই নায়ক হিসেবে সফর শুরু করেছিলেন আদৃত। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ইন্দো-বাংলাদেশের ছবি ‘নুরজাহান’। বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ দেখতে না পারলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর ‘প্রেম আমার টু’ ছবিতে অভিনয় করেন তিনি। দেবের ‘পাসওয়ার্ড’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় মিঠাইয়ের উচ্ছেবাবুকে। এরপর ‘পরিনিতা’ ছবিতেও কাজ করেছিলেন তিনি।

Adrit Roy

তবে বড়পর্দায় কাজ করলেও তার সফলতা আসে ছোটপর্দায়। মিঠাই সিরিয়াল করার পর তার যে জনপ্রিয়তা হয়েছে তা সত্যি অবাক করার মতো। মহিলাদের পাশাপাশি তার পুরুষ অনুরাগীর সংখ্যাও কম নয়। তাই মিঠাই শেষ হয়ে যাবার পর তাকে আবার টিভির পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।