Dev

Moumita

‘একটা বাড়ি কেনার জন্য অনেক লড়াই করেছি,’ অতীতের স্ট্রাগলের কথা বলতে গিয়ে চোখে জল দেবের

টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেতাদের কথা বললে প্রথমেই যে কয়টা নাম আসবে তার মধ্যে অন্যতম একটা হল দেব (Dev)। নিজস্ব প্রোডাকশন হাউস থেকে শুরু করে স্টারডম, আজ কী নেই তার কাছে! তবে আজকের এই স্টারডম কী একদিনে এসেছে? নাহ্, এর পেছনে রয়েছে অনেকটা স্ট্রাগল। আর সেই নেপথ্য স্ট্রাগলটা হয়ত অনেকেরই অজানা।

   

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে খ্যাতনামা পরিচালক অনুরাগ বসুর সঙ্গে একটি টক শো-তে উপস্থিত হয়েছেন দেব। আর সেখানেই তুলে আনা হয়েছে দেবের কিছু পুরোনো স্মৃতির কথা। কেরিয়ারের শুরুর দিকের স্ট্রাগলিং পিরিয়ডের স্মৃতির পাশাপাশি তার স্বপ্ন, বাবা মায়ের কথা, এরকম হাজারো স্মৃতি তুলে এনেছেন দীপক অধিকারী তথা দেব।

অভিনেতার কথায়, ‘বাবা মা আমাকে একটাই কথা বলতেন, অচেনা শহরে একটা নিজের ছাদ থাকা দরকার। বাসে,ট্রামে যেভাবেই যাতায়াত কর না কেন, একটা ছাদ থাকা খুব দরকার। তাই দেখিস কখনও সুযোগ হলে অবশ্যই একটা বাড়ি তৈরি করিস। আমি মনে করি, আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হল এই বাড়িটা কেনা।’

অভিনেতার কথায়, ‘কলকাতায় যখন এসেছিলাম তখন কাউকেই চিনতাম না। প্রচুর ডিরেক্টর আমাকে না বলেছে। তারপর অগ্নিশপথ ফ্লপ হল, আই লাভ ইউ হিট হল কিন্তু বাড়ি হচ্ছে না। তারপর ঠিক করলাম একটা বাড়ি কিনবো। তখন বাড়ির দাম ছিল ৫০-৬০ লাখ টাকা। ভাবলাম সারা জীবনে আর বাড়ি কিনতে পারবো না। কলকাতায় এমন কোন ঘর নেই যারা বিক্রি করবে আর আমি সেখানে যাইনি।’

অভিনেতার সংযোজন, ‘তাদের প্রত্যেককে গিয়ে বলেছি, একটু কমান না স্যার, একটু দাম কমান। তারপর যেদিন এই বাড়িটা কিনেছিলাম তার একমাস আগে ঘুমাইনি তার দু’মাস পরে ঘুমাইনি। বাড়ি তো নিয়ে নিয়েছি তবে টাকা কিভাবে ফেরত দেব!’ এরপর দেব তার জীবনের এই সাকসেসের একটা বড় ক্রেডিট দেয় শ্রী ভেঙ্কটেশ ফিল্মকে‌।

Tollywood,Entertainment,Gossip,Dev,Struggle,Anurag Basu,House,টলিউড,বিনোদন,গসিপ,দেব,অনুরাগ বসু,স্ট্রাগল,বাড়ি

পাশাপাশি তিনি আরো বলেন, ‘বাবা মা আমায় বলেন, ‘আমরা সেদিন কলকাতায় যাবো যেদিন তোর নিজের বাড়ি থাকবে। অন্যের বাড়িতে গিয়ে থাকতে পর পর লাগে।’ তিনি আরো বলেন, ‘মা কে এটা আমি সারপ্রাইজ দেব ভেবে রেখেছিলাম। মা কে বলেছিলাম একটা ছোট্ট বাড়ি কিনেছি। মা’কে নিয়ে গেলাম, দেখালাম। মা দিদাকে ফোন করে বললেন, মা জানো রাজু একটা ঘর নিয়েছে।’ জীবনের এই কথাগুলো বলতে বলতে গলা বুজে এল দেবের। চোখ দিয়ে বেরিয়ে এল আনন্দাশ্রু।