tollywood actor saswata chatterjee felt sad for his late father

Papiya Paul

দক্ষিণ থেকে বলিউড, সবেতেই সফল শাশ্বত, বাবা দেখতে পারেননি বলে আক্ষেপ প্রকাশ অভিনেতার

নিউজশর্ট ডেস্কঃ Saswata Chatterjee Felt Sad For His Late Father : বাংলা অভিনয়(Tollywood) জগতের একজন জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা হলেন শাশ্বত চট্টোপাধ্যায়(Saswata Chatterjee)। তার দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসা করেন সমালোচক থেকে দর্শক পর্যন্ত। যেকোনো চরিত্রে অসাধারণ অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তিনি। সব চরিত্রেই মানানসই তিনি। আর এই কারণে সমালোচকদের কাছেও প্রশংসা পান অভিনেতা।

   

আগে তোপসে ও অজিত চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার প্রথম গোয়েন্দা চরিত্র শবর বক্সঅফিসে বিরাট সুপারহিট হয়েছিল। এই ছবির প্রত্যেকটি পার্ট ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে। তবে শুধু বাংলা সিনেমা জগৎ নয় বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন তিনি।

বলিউডের(Bollywood) প্রচুর প্রথম সারির অভিনেতার ছবিতে কাজ করতে দেখা গেছে তাকে। তবে এবার দক্ষিণ ভারত থেকে কাজের সুযোগ এসেছে তার জন্য। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে আফসোস প্রকাশ করেন অভিনেতা। তিনি বলেন যে তার এত কাজ তার বাবা দেখে যেতে পারলেন না। তাই যেকোনো বড় কাজের সুযোগ পেলে সবার প্রথমে তার বাবার কথাই মনে পড়ে তার।

আসলে যখন তিনি সিরিয়ালে অভিনয় করতেন সেই সময় অভিনেতারা বড়পর্দায় খুব একটা কাজের সুযোগ পেতেন না। এই কারনে তার বাবাও ভাবতে পারেননি যে তার ছেলে ছোটপর্দা থেকে একদিন বড় পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন। ২০১২-২০১৩ সল্ নাগাদ থেকে তার সময়ে ভালো শুরু হয়েছে বলে তিনি জানান।

এরপর বিভিন্ন জায়গা থেকে তার কাছে কাজের প্রস্তাব আসে। তবে একটা সময়ে এই অভিনেতার কাছেও কাজের আকাল হয়েছিল। কিন্তু বর্তমানে তার কাজের রুটিন বেশ দীর্ঘ। প্রচুর ছবির অফার আসছে তার কাছে। তাই টলিউডের ব্যস্ততম অভিনেতা তিনি।