পুলের ধারে সাজানো নানা ধরনের গাছ। আর সেই গাছের সামনে দাঁড়িয়ে একের পর এক পোজ দিয়ে চলেছেন টলি পাড়ার হার্ট থ্রব যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। আর নায়কের ছবি তুলে চলেছেন তার ক্যামেরা ম্যান। ওদিকে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থেকে হাঁফিয়ে উঠেছেন তার লিভ ইন পার্টনার নুসরত জাহান (Nusrat Jahan)।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই একটি গানের ফেস্টিভ্যালের জন্য উদয়পুরে গেছিলেন যশ এবং নুসরত। সেখানে কাটানো মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন তিনি। আর এসবের মাঝেই যশের এইসব কান্ডকারখানা পোস্ট করেছেন নুসরত।
এমতাবস্থায় নুসরতকে অপেক্ষা করে কি পার পাবে যশ? উহঃ, মোটেও না। তিনি হলেন নায়িকা নুসরত, তার উপর আবার সাংসদও বটেন। যশের শখের ভিডিও সবটাই ঘেঁটে দেন তিনি। শুধু কি ঘেঁটে দেওয়াই, গোটা ভিডিওটাই বন্ধ করে দেওয়ার অবস্থা।
আসলে গাছের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন যশ। আর সেভাবেই তাকে ফ্রেমবন্দি করছিলেন ক্যামেরাম্যান। এমন পরিস্থিতিতে নুসরত গিয়ে সোজা দাঁড়িয়ে পড়েন যশের সামনে। ব্যস, কোথায় কী! ছবির বারোটা বেজে সব শেষ। যদিও এই ঘটনায় যশ কিন্তু রাগ করেননি।
দুজনের মিষ্টি নোকঝোকের এই রিল ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিওর গোটাটাই যে স্ক্রিপ্টেড তা ভালোই বুঝছেন অনুরাগীরাও। জানিয়ে রাখি, খুব শীঘ্রই ‘শিকার’ ছবির হাত ধরে আরো একবার বড় পর্দায় আসতে চলেছেন যশ নুসরত। আরো একবার দেখা যাবে তাদের অনস্ক্রিন রোমান্স।