Shweta Bhattacharya

Moumita

নীল বেনারসি, শাঁখা সিঁদুরে বধূবেশে শ্বেতা! অসুস্থ রুবেলের সঙ্গে লুকিয়ে বিয়ে সারলেন অভিনেত্রী

Shweta Bhattacharya Marriage News : টলিপাড়ায় (Tollywood) এখন বিয়ের মরশুম। একে একে সকলেই বিয়ের পিঁড়িতে বসে পড়ছেন। দিন কয়েক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনামিকা-উদয়, শ্রুতি-স্বর্ণেন্দু। এছাড়াও আরও অনেক জুটিই চুপিসারে সিঁদুর দান সেরেছেন। এবার সেই একই পথে হাঁটলেন কি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)?

   

সম্প্রতি বধূবেশে শ্বেতার একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ছবিতে নীল বেনারসি পরে থাকতে গেছে শ্বেতাকে। সাথে তার কপালে জ্বলজ্বল করছে চওড়া সিঁদুর। হাতে রয়েছে শাঁখা পলা। তবে কি গোপনে বিয়েটা সেরেই ফেললেন ‘সোহাগ জল’ খ্যাত অভিনেত্রী?

এদিকে রুবেল অর্থাৎ শ্বেতার প্রেমিক তথা অভিনেতা রুবেল দাস তো আবার অসুস্থ। সূত্রের খবর, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের শুটিংয়ে পড়ে গিয়ে দু পায়ের গোড়ালি ভেঙেছে তার। তবে কি তারাও বাকিদের মত চুপিচুপি বাড়িতেই বিয়ে সারলেন? রুবেলের কঠিন সময়ে তার পাশে থাকার জন্যই কি এই সিদ্ধান্ত?

জানা যাচ্ছে আসল বিষয় সেটা নয়। এটা মূলত শ্বেতার এক ব্রাইডাল ফটোশুটের ছবি। কিছুদিন আগেই ব্রাইডাল শুট করেছিলেন তিনি। সেই ছবিগুলিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ফটোশুটেই তিনি এমন রাজকীয় বেশে ধরা দিয়েছেন। ছবিগুলি পোস্ট করে শ্বেতা তার ক্যাপশনে লিখেছেন, ‘ভালো মনের মানুষ হও।’

এইদিন তিনি একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, মাই লাইফ, মাই রুলস, ইনস্টা গুড, ইত্যাদি। শ্বেতার এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেট জনতাও। কমেন্ট বক্সে উপচে পড়েছে অনুরাগীদের ভিড়। অনেকেই তো ভেবেছেন শ্বেতা সত্যিই বিয়ে করে ফেলেছেন। তবে ভক্তদের উদ্দেশ্যে জানাই, এরকম কিছুই হয়নি। তিনি কেবল ফটোশুটের জন্যই এরকম সেজেছেন।