সিরিয়ালে নয়, বাস্তবে ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন Star Jalsa-র এই জনপ্রিয় অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ টলিউডে(Tollywood) যেন বিয়ের মরসুম লেগেছে, চলতি বছরে একের পর এক টেলি অভিনেত্রীরা বিয়ের পিড়িতে বসেছেন। মিষ্টি সিং, রুপা চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়-এর পর এবার আরেক অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘গাঁটছড়া’ সিরিয়ালের(Bangla Serial) অভিনেত্রী শ্রীপর্ণা রায়(Sriparna Roy)।

এই মুহূর্তে তাকে গাঁটছড়া সিরিয়ালে ঋদ্ধিমানের দ্বিতীয় স্ত্রী রুক্মিনীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। কয়েক মাস আগেই ‘মুকুট’ সিরিয়ালের মুকুটের দিদির চরিত্রে অভিনয় করছিলেন, সেখান থেকে তিনি গাঁটছড়াতে হঠাৎ করে চলে আসেন। এবার শোনা যাচ্ছে নিজের জীবনে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী। জানা গিয়েছে, এই বছরের নভেম্বরের শেষে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। তবে বিয়ের তারিখ এখনো জানাতে রাজি নন শ্রীপর্ণা।

একটি অনলাইন অ্যাপ-এর মাধ্যমে তার বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে। তবে পাত্রকে, কোথায় বিয়ে হচ্ছে সেই সম্পর্কেও কিছু জানায়নি তিনি। তার পুরো বিয়েটাই চুপিসারে করার প্ল্যান রয়েছে। পরিবারের কয়েকজন ছাড়া এই বিয়ের ব্যাপারে কেউ জানে না। তবে সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেত্রীর শ্বশুরবাড়ি হচ্ছে চন্দননগরে। তার স্বামী ইন্ডাস্ট্রির কোন মানুষ নন বরং অন্য পেশার সঙ্গে নিযুক্ত আছেন তিনি।

অভিনেত্রীর ঘনিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, তার হবু স্বামী একজন চিকিৎসক। শ্রীপর্ণা প্রথম থেকেই ইন্ডাস্ট্রির বাইরের কাউকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এটাও শোনা যাচ্ছে, বিয়ের দিন তিনি কোন ঝকমারি ট্রেন্ড ফলো করবেন না। বরং বাঙালির প্রিয় লাল বেনারসি পরেই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা।

এই বিয়ের প্রসঙ্গে শ্রীপর্ণা বলেন, বিয়ের প্রস্তুতি তুঙ্গে। তবে আমার যেহেতু শুটিং চলছে, তাই দাদা, মামা, মাসিরা সব দায়িত্ব ভাগ করে নিয়েছেন। আমার বাড়ির কাছাকাছিই বসবে বিয়ের আসর। খুব বেশি দূরে যাবো না। তবে বিয়েতে আমি সাবেকি সাজেই সাজব। লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। আর মেনুতে থাকছে আমার প্রিয় বিরিয়ানি। বাকি তো আছেই চিংড়ি, ভেটকি। প্রসঙ্গত, ২০১২ সালে স্টার জলসায় ‘আঁচল’ ধারাবাহিকে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রীপর্ণা। এমনকি জি বাংলার অরিজিনাল সিরিজ থেকে শুরু করে বেশ কিছু বাংলা সিনেমাতেও অভিনয় করেন তিনি।

Papiya Paul

X