Papiya Paul

কোয়েল, মিমিদের দিয়ে পুজো উদ্বোধন করতে চান! জানেন ফিতে কাটতে কত টাকা নেন তারা? রইল রেট চার্ট

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা(Durga Puja)। ইতিমধ্যেই কলকাতা এবং শহরতলীর আশেপাশে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতা এবং জেলার বড় বড় পুজো মণ্ডপগুলোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখন দুর্গাপূজো নিয়ে ক্লাব কর্তাদের প্রস্তুতি তুঙ্গে।

   

বড় বড় ক্লাবের ক্ষেত্রে এখন একটাই আলোচনা পুজোর উদ্বোধনে টলিপাড়ার কোন তারকাকে এই বছর আনা যায়? তবে যাকে মনে চাইলাম আর তাকে নিয়ে আসলাম এরকম কিন্তু হয় না। এর জন্য প্রয়োজন অনেক আগের থেকে নানারকমের প্রস্তুতি। পুজোর মন্ডপে কোন তারকা হাজির হবেন সেটা পুরোটাই নির্ভর করে ক্লাব এবং উদ্যোক্তাদের বাজেটের উপর। হাই বাজেট না থাকলে তারকাদের পুজোর মণ্ডপে আনা যাবে না।

পুজো উদ্বোধনের ক্ষেত্রে মফস্বলগুলোতে বাংলা সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের চাহিদা থাকে তুঙ্গে। সেখানে বাংলা সিরিয়ালের মিঠাই, জগদ্ধাত্রী, দীপা, রাসমণি, পাখি এসব চরিত্রদের নাম মনে রাখেন সকলে। একটু লক্ষ্য করলে দেখা যায় বিগত কয়েক বছরে টলিউডের তারকাদের তুলনায় ছোট পর্দার অভিনেত্রীদের ভিড় একটু বেশিই থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বছর কোন তারকা উদ্বোধন করতে কত টাকা চার্জ নিচ্ছেন।

যদিও এখনো সব তারকার পারিশ্রমিক চূড়ান্ত হয়নি। এই বছরের হিসাব থেকে জানা গিয়েছে, উদ্বোধনে এই বছর সবচেয়ে বেশি টাকা চার্জ করছেন কোয়েল মল্লিক। তার টাকার পরিমান আকাশছোঁয়া। ইন্ডাস্ট্রির সূত্রের খবর অনুযায়ী, একটি পুজো উদ্বোধনের জন্য কোয়েলের পারিশ্রমিক নাকি ৫ লক্ষ টাকা। এরপরে পারিশ্রমিকের চাহিদায় নাম রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়র। বাংলা সিরিয়াল জগতের তারকাদের পারিশ্রমিক ও অনেকটাই তুঙ্গে।

do you know hou much salary got koel mallick per movie

টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী এই বছর নুসরাত জাহান কোন পুজোর উদ্বোধন করবেন না। এমনকি বাংলা সিরিয়ালের নায়কদের চাহিদাও অনেকটাই কম। টলিউডের কোয়েল, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী এদের যেমন চাহিদা রয়েছে তেমনি বাংলা সিরিয়ালের জগদ্ধাত্রী, দীপা, সৃজলা এদের চাহিদাও তুঙ্গে।

চলুন দেখে নেওয়া যাক এই বছর পূজোয় ফিতে কাটার জন্য অভিনেতা অভিনেত্রীরা সম্ভাব্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন?

কোয়েল মল্লিক- ৫ লক্ষ টাকা

প্রসেনজিৎ চ্যাটার্জী – ৩ লক্ষ টাকা

দেব- ৩ লক্ষ টাকা

মিমি- ২ লাখ ৫০ হাজার টাকা

শুভশ্রী- ২ লাখ টাকা

শ্রাবন্তী- ২ লাখ টাকা

অঙ্কুশ- ২ লাখ টাকা

সায়ন্তিকা- ১ লাখ ৫০ হাজার টাকা

যশ দাশগুপ্ত-  ১ লাখ ৫০ হাজার টাকা

দ্বিতিপ্রিয়া রায় – ১ লাখ টাকা

স্বস্তিকা ঘোষ- ৫০ হাজার টাকা

অঙ্কিতা মল্লিক- ৫০ হাজার টাকা

সৃজলা গুহ- ৪০ হাজার টাকা