Tomader Rani

anita

Tomader Rani: পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে! দুর্জয়ের সাথে সম্পর্ক নিয়ে এই প্রথম মুখ খুললেন রানী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন বিনোদন জগতে নায়ক নায়িকাদের প্রেমে পড়ার ঘটনা নতুন নয়।  একই সাথে সিরিয়ালে অভিনয় করার সুবাদে পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে, বিনোদন জগতে এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। এই তালিকার যেমন রয়েছেন রুবেল-শ্বেতা,রুদ্রজিৎ-প্রমিতা, কিংবা রাহুল-প্রীতির মতো একাধিক অভিনেতা অভিনেত্রী।

   

মাঝেমধ্যেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল জগধাত্রীর নায়ক নায়িকা জ্যাস-স্বয়ম্ভূ কিংবা  স্টার জলসার অনুরাগের ছোঁয়ার সূর্য দীপার প্রেমের গুঞ্জন। তেমনি এবার এই তালিকায় নতুন সংযোজন স্টার জনপ্রিয় সিরিয়াল তোমাদের রানীর নায়ক নায়িকা দুর্জয় রানী। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় এই বাংলা সিরিয়ালের নায়ক নায়িকা প্রেম করছেন বাস্তবেও।

ধারাবাহিকে নায়িকা রানীর  চরিত্রে অভিনয় করছেন  নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar)।  আর তার বিপরীতে  দুর্জয়ের  ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা অর্কপ্রভ রায়কে (Arkaprovo Roy)। প্রসঙ্গত রানীর মত দুর্জয়ও বাংলা সিরিয়ালের জগতে নতুন। তবে শুরু থেকেই তাদের দুজনের কেমিস্ট্রি নজর কেড়েছে দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তোমাদের রাণী Tomader Rani,রাণী,Rani,দুর্জয়,Durjoy,অভিকা মালাকার,Avika Malakar,অর্কপ্রভ রায়,Arkaprovo Roy,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আর দর্শকরা সবসময়ই চান তাদের প্রিয় জুটিরা সবসময় যেন একসঙ্গেই থাকেন। পর্দার রানী দুর্জয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কিন্তু সত্যিই কি তাই? বাস্তবেও প্রেম করছেন পর্দার রানী দুর্জয়?  এ প্রসঙ্গে সম্প্রতি  হিন্দুস্থান টাইমস বাংলার  সাথে এক সাক্ষাৎকারে মুখ খুলে ছিলেন পর্দার রানী এবং দুর্জয়।

আরও পড়ুন: স্টার জলসার অ্যাওয়ার্ড থেকে বাদ এই দুই জনপ্রিয় নায়িকা! পিছনে রয়েছে অবাক করা কারণ

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তোমাদের রাণী Tomader Rani,রাণী,Rani,দুর্জয়,Durjoy,অভিকা মালাকার,Avika Malakar,অর্কপ্রভ রায়,Arkaprovo Roy,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এ প্রসঙ্গে অর্ক প্রভু বলেছেন, ‘না, একদমই নয়। আমরা খুব ভালো বন্ধু, এইটুকুই বলব। আপতত আমি একদম সিঙ্গল।’ অন্যদিকে অভিকা জানান, ‘না, না! আমরা খুব ভালো বন্ধু। আমরা মোটেই প্রেম করছি না, স্পষ্ট করে জানাচ্ছি- আমরা রিলেশনে নেই। প্রেমটা শুধু পর্দাতেই আটকে।’