তলানিতে TRP, নতুন সিরিয়াল আসতেই স্লটহারা এই ধারাবাহিক, প্রকাশ্যে ‘তোমাদের রানী’র সম্প্রচারের সময়

নিউজশর্ট ডেস্কঃ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে স্টার জলসার(Star Jalsa) নতুন ধারাবাহিক ‘তোমাদের রাণী’র(Tomader Rani) প্রোমো। তবে এতদিন পর্যন্ত সিরিয়ালের সম্প্রচার কবে থেকে শুরু হবে তা জানা যায়নি। অপেক্ষায় দিন গুণছিলেন দর্শকেরা। অবশেষে দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটেছে। তোমাদের রাণী সম্প্রচারের দিনক্ষণ জানিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। যা দেখে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই সিরিয়ালে একটাই প্রোমো প্রকাশিত হয়েছে। যে প্রোমোতে দেখানো হয়েছে, একজন সন্তান সম্ভবা নারী মেডিকেল পরীক্ষা দিতে গিয়েছে। ডাক্তার হওয়ার স্বপ্ন তার চোখে। স্বামী এবং শ্বশুরবাড়ি বাধা পেরিয়ে মেডিকেল পরীক্ষায় বসেছে সে। এই পরীক্ষায় পাসও করে গিয়েছে রানী। আর এই অন্যরকমের প্রোমো নজর কেড়েছিল দর্শকদের। এই সিরিয়ালের আনকোরা নায়ক নায়িকাদের পছন্দ হয়েছে সকলের।

নায়ক অর্কপ্র, নায়িকা অভিকা মালাকারের জুটি ভালো লেগেছে সিরিয়াল প্রেমীদের। আগামী দিনে এই নবাগত  দর্শকদের মন জয় করতে পারে তা পরবর্তী সময় বোঝা যাবে। তবে এতদিনে দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটেছে। চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে সিরিয়ালের সম্প্রচারের সময় জানিয়ে দিয়েছে।  আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সিরিয়াল। সন্ধ্যা ৬ টার সময়  দেখানো হবে।

ওই সময় সব্যসাচী চৌধুরী, পায়েল দে অভিনীত ‘রামপ্রসাদ’(Ramprasad) .হয়। অর্থাৎ নতুন সিরিয়াল আসতেই কোপ পড়লো পুরোনো সিরিয়ালের ওপর! তবে বলে রাখি, শেষ হচ্ছ না রামপ্রসাদ। বরং শেষ হবে ‘গুড্ডি’, তাই আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিকেল ৫.৩০ থেকে দেখানো হবে রামপ্রসাদকে। আর ৬ টার সময় দেখানো হবে ‘তোমাদের রানী।’

Avatar

Papiya Paul

X