বলিউড,বিনোদন,গসিপ,বক্স অফিস কালেকশন,কেজি এবং ২,আর আর আর,কাশ্মীর ফাইলস,Bollywood,Entertainment,Gossip,Box office Collection,KGF 2,R R R,Kashmir Files

Moumita

দক্ষিণী ছবির রমরমা, চলতি বছরে বিদেশের মাটিতে রাজ করেছে ভারতের এই ১০ টি ছবি, রইল তালিকা

এখন সাল ২০২২ এর আগস্ট, অর্থাৎ ইতিমধ্যেই অর্ধেক বছর আমরা পার করে এসেছি। প্রতি বছরের মতো এবছরও হিন্দি, তামিল, তেলেগু, বাংলা একাধিক ভাষায় প্রচুর ছবি মুক্তি পেয়েছে বক্স অফিসে। কিন্তু দুঃখের বিষয় এবছর খুব বেশি ছবি নিজেদের খাতা খুলতে পারেনি।

   

বলা ভালো বেশির ভাগ ছবিই নাম লিখিয়েছে ডিজাস্টারের খাতায়। এমতাবস্থায় সঞ্জয়লীলা বানসালির ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’‌, এসএস রাজামৌলির ‘আর আর আর’, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’, প্রশান্ত নীলের ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং আনিস বাজমীর ‘ভুল ভুলাইয়া ২’, হাতে গোনা এই কয়টি ছবিই দর্শক টানতে সক্ষম হয়েছে।

তবে এবছরের বক্স অফিস কালেকশন থেকে একটা বিশেষ জিনিস লক্ষনীয় যে, সাউথ ইন্ডিয়ান মুভি গুলি কেবল সাউথেই ভালো ফল করছে তাই নয়, হিন্দি বেল্টেও তাদের আয় সবচেয়ে বেশি। উদাহরণস্বরূপ, এবছর হিন্দি সংস্করণে সবচেয়ে বেশি আয়করি ছবি হলো ‘কেজিএফ চ্যাপ্টার ২’ যার বক্স অফিস কালেকশন প্রায় ৪৩৫ কোটি টাকা এবং ‘আর আর আর’ রাজামৌলি পরিচালিত ছবির কালেকশন প্রায় ২৭৪ কোটি টাকার কিছু বেশি।

এদিকে বলিউড ছবির কথা বললে, কাশ্মীর ফাইলসের হিন্দি বেল্টে কালেকশন প্রায় ২৫৩ কোটি টাকা, যেখানে ভুল ভুলাইয়া ২ এর আয় ছিলো প্রায় ১৮৬ কোটি এবং গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ির কালেকশন ১২৯ কোটি‌।‌ এখন যদি বিশ্বব্যাপী আয়ের কথা বলা হয় তাহলে এই চিত্রটা আবার খানিকটা বদলে যাবে।

প্রায় ২৭.৩৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২০৯ কোটি টাকা নিয়ে শীর্ষস্থান দখল করেছে এসএস রাজামৌলির ‘আর আর আর’। এর ঠিক পরেই রয়েছে প্রশান্ত নীলের ‘কেজিএফ চ্যাপ্টার ২’ যার বিদেশে কালেকশন প্রায় ২৭.০৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২০৬.৬০ কোটি টাকা। চলুন আজ জেনে নিই ২০২২ সালের দশটি ছবির বিশ্বব্যাপী কালেকশন।

১) আর আর আর : বিদেশে ছবির কালেকশন প্রায় ২০৯ কোটি টাকা।
২) কেজিএফ চ্যাপ্টার ২ : বিদেশে ছবির কালেকশন ২০৬.৬০ কোটি টাকা।
৩) গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি : বিদেশে ছবির কালেকশন প্রায় ৬৬ কোটি টাকা।
৪) ভুল ভুলাইয়া ২ : বিদেশে ছবির কালেকশন প্রায় ৪৫ কোটি টাকা।
৫) কাশ্মীর ফাইলস : বিদেশে ছবির কালেকশন প্রায় ৪৩ কোটি টাকা।
৬) যুগযুগ জিও : বিদেশে ছবির কালেকশন প্রায় ৩৪ কোটি টাকা।
৭) রানওয়ে : বিদেশে ছবির কালেকশন প্রায় ১৫ কোটি টাকা।
৮) বচ্চন পান্ডে: বিদেশে ছবির কালেকশন প্রায় ১৪ কোটি টাকা।
৯) সম্রাট পৃথ্বীরাজ : বিদেশে ছবির কালেকশন প্রায় ১০ কোটি টাকা।
১০) জয়েশভাই জোর্দার: বিদেশে ছবির কালেকশন প্রায় ৮ কোটি টাকা।