Boarding School

Moumita

কোটিপতিদের জন্য দেশের সেরা ৫ বোর্ডিং স্কুল, যেখানের বার্ষিক বেতন শুনলে চোখ কপালে উঠবে আপনার

ভারতের (India) অন্দরে বোর্ডিং স্কুল (Boarding School) একটি কালচারে পরিণত হয়েছে। ব্রিটিশ (British) স্টাইলের এই বোর্ডিং স্কুলগুলো বর্তমানে শিক্ষার থেকেও বেশি স্টাইল স্টেটমেন্ট এবং ফ্যাশনে পরিণত হয়েছে। বলিউড তারকাদের ছেলেমেয়ে থেকে শুরু করে বিভিন্ন ধনকুবেরদের ছেলেমেয়েরা অবধি এই স্কুলগুলোতেই পড়াশোনা চালায়। কিন্তু দেশের শীর্ষ ৫ বোর্ডিং স্কুলগুলো জানেন কি? চলুন আপনাদের জানাচ্ছি।

   

১) দুন স্কুল : বলিউড সিনেমার দৌরাত্ম্যে এই স্কুলের নাম জানেননা এমন মানুষ প্রায় নেই বললেই চলে। গত ১৯৩৫ সালে এই স্কুলের প্রতিষ্ঠা হয়। দেরাদুনে অবস্থিত স্কুলটিতে শুধুমাত্র ছেলেদেরই পড়ানো হয়। এখানে চান্স পাওয়াও কিন্তু এক দুষ্কর ব্যপার।  এখানের বেতন কিন্তু আকাশছোঁয়া।

২) দ্য ভেলহম গার্লস স্কুল : এটিও উত্তরাখণ্ডেই অবস্থিত। দুন স্কুল যেমন ছেলেদের জন্য, দ্য ভেলহম গার্লস স্কুলে শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করে। ১৯৫৭ সালে তৈরি হয় এই স্কুল। এখানের শুধুমাত্র এডমিশন ফি ১ লক্ষ টাকার উপরে। বাকি অন্যান্য ক্ষেত্রে প্রচুর অর্থ দিতে হয়।

৩) আজমের মেয়ো কলেজ : এটিও একটি অল বয়েজ স্কুল। ১৮৫৭ সালে এই স্কুলের স্থাপনা করা হয়। ভারতের সবচেয়ে পুরোনো বোর্ডিং স্কুলের মধ্যে পড়ে এটি। এই স্কুলের খরচ টানা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।

৪) লরেন্স স্কুল : শিমলাতে অবস্থিত এই স্কুল। ১৮৪৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি শুধু ভারতের নয়, এশিয়ার সবচেয়ে পুরনো স্কুলগুলোর একটি। এই স্কুলের বেতন তুলনামূলকভাবে অনেকটাই কম।

৫) কনভেন্ট অফ জিমস এন্ড মেরি : এই স্কুলটিতে শুধুমাত্র মেয়েদেরই পড়ানো হয়। উত্তরাখণ্ডের মুসৌরি তে রয়েছে এই স্কুল। ১৮৪৫ সালে স্থাপনা করা হয় এটির। এখানে ক্যাথলিক এবং নন ক্যাথলিক, উভয় শ্রেণীর ছাত্র ছাত্রীরা পড়াশোনা করেন। এখানে পড়াতে গেলেও প্রচুর টাকার প্রয়োজন হয়।