দীঘা-পুরী ভুলে বউকে নিয়ে চলে যান রোম্যান্টিক সফরে, এই ৫ জায়গায় গেলে আর ফিরতে চাইবেন না

নিউজশর্ট ডেস্কঃ প্রায় প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ সবকিছু সামাল দিতে গিয়ে নিজের পরিবারকে সময় দিতে পারেন না বহু মানুষই। এমনকি এই কাজ করতে গিয়ে সময় দেওয়া হয় না নিজের প্রিয় মানুষকেও। চিকিৎসকেরাও বলে থাকেন কিছু সময় নিজের ব্যস্ততা কাটিয়ে নিজের জন্য এবং নিজের প্রিয় মানুষদের জন্য একান্তে সময় কাটানোর বিশেষ প্রয়োজন।

আপনি যদি সদ্য বিয়ে করে থাকেন তাহলে এই সময়টা উপভোগ করুন। কাজের চাপ থাকলেও সেখান থেকে এক সপ্তাহের  বিরতি নিয়ে নিজের প্রিয় মানুষকে নিয়ে সুন্দর গন্তব্যে চলে যান। দেশের পাশাপাশি বিদেশেও বেশ কিছু অসাধারণ জায়গা রয়েছে যেটা আপনার মেজাজকে সুন্দর ও সতেজ করে তুলবে। এই কটা দিন অফিসের কাজ, সমস্যা, সমস্ত কিছু ভুলে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য এমনই পাঁচটি সুন্দর গন্তব্যের(Couple Travel Destination) খোঁজ নিয়ে চলে এসেছি আমরা।

বালি: এই জায়গায় এমন কিছু সুন্দর সুন্দর উপত্যকা রয়েছে, যেগুলো আপনাকে মুগ্ধ করবে। এই বালির সমুদ্র সৈকতে আপনি একে অপরের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। সম্পর্ককে আগের চেয়ে আরও বেশি মধুময় করে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে এখানে। সমুদ্রের ধারে বিভিন্ন স্বাদের খাবার খাওয়ার সাথে সাথেই নিজেদের কোয়ালিটি টাইম কাটিয়ে নিতে পারবেন। প্রত্যেক বছর দম্পতিরা এখানে বেড়াতে চলে আসেন।

মালদ্বীপ: দম্পতিদের আরেকটি পছন্দের ডেস্টিনেশন হলো মালদ্বীপ। মধুচন্দ্রিমা এর চেয়ে সুন্দর জায়গা হয়তো কমই রয়েছে। আপনিও যদি মালদ্বীপে যাবার স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই একবার এই জায়গা থেকে ঘুরে আসো। সমুদ্রের ধারে ছোট ছোট কটেজ বা বিচ হাউস রয়েছে যেগুলো আপনার মন জিতে নেবে। এখানে অল্প বাজেটের যেমন জায়গার থাকার জায়গা রয়েছে তেমনি হাই বাজেটেরও জায়গা রয়েছে।

ভিয়েতনাম: এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় দেশ, যেখানে সমুদ্র সৈকত, বুদ্ধমন্দির ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অল্প বাজেটের মধ্যে ঘুরতে যাওয়ার সেরা ডেস্টিনেশন হল ভিয়েতনাম। এখানে আপনি অনেক কিছু সুন্দর জিনিস দেখতে পারবেন। নিজের প্রিয় মানুষকে নিয়ে সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট জায়গা ভিয়েতনাম।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে ‘বিরক্তিকর’ ট্রেন! ৫ দিন ধরে অতিক্রম করে ৫৮ টি স্টেশন

নিউজিল্যান্ড: রোমান্টিক গন্তব্য যদি খুঁজতে থাকেন তাহলে আপনি নিউজিল্যান্ডও যেতে পারেন। নতুন বিবাহিত দম্পতিদের জন্য এটি একটি দুর্দান্ত হানিমুন গন্তব্য হতে পারে। একদিকে নীল সমুদ্র অপরদিকে উঁচু পাহাড় এক অসাধারণ রোমান্টিক মুহূর্ত আপনাকে উপহার দেবে।

মরিশাস: মরিশাসও খুব সুন্দর একটি জায়গা। দম্পতিদের জন্য ঘোরার আরেকটি সুন্দর ডেস্টিনেশন হলে এটি। সুন্দর সমুদ্র সৈকতের সামনে নিজের জীবনসঙ্গীর সঙ্গে হাতে হাত রেখে হাটার এক বিশেষ অনুভূতি মিলবে এখানে।এই জায়গাতে লাক্সারি ভাবে থাকার পাশাপাশি আপনি অসাধারণ খাবার, সংস্কৃতি এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন।

Avatar

Papiya Paul

X