Dibrugarh Express Accident,Train Accident,handigarh-Dibrugarh Express Derailed,Uttar Pradesh's Gonda,Rail Accident at Uttar Pradesh's Gonda,ট্রেন অ্যাকসিডেন্ট,ডিব্ৰুগড় এক্সপ্রেস দুর্ঘটনা

আবারও রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের ১৫টি বগি, ৩ জন মৃত, চলছে উদ্ধার কাজ

নিউজশর্ট ডেস্কঃ ফের ভয়াবহ রেল দুর্ঘটনা (Train Accident), লাইনচ্যুত হল ডিব্রুগড় এক্সপ্রেস (Dibrugarh Express Accident)। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।তার মধ্যে তিনটি কামরা সম্পূর্ণভাবে উলটে গিয়েছে ট্র্যাকের উপর। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, গোন্ডার কাছে ঝিলাহি রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। ডিব্রুগড়গামী দুর্ঘটনাগ্রস্ত এই এক্সপ্রেস ট্রেনটির বাতানুকুল কামরাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের আর্তনাদও শোনা গিয়েছে ঘটনাস্থল থেকে।

Dibrugarh Express Accident

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পর ক্ষণেই ঘটে দুর্ঘটনা। বেলাইন হয় একের পর এক কামরা। একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়। একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন।

তবে কী কারণে দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও পরিস্থিতির খোঁজখবর নিতে শুরু করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি অবিরাম যোগাযোগ রাখছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং বলেন, ‘রেলের মেডিক্যাল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। হেল্পলাইন নম্বরও ইস্যু করা হয়েছে। আনুমানিক দুপুর ২টো ৩৭ মিনিট নাগাদ এই রেল দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিব্রুগড় এক্সপ্রেসের চার থেকে পাঁচটি কোচ লাইনচ্যুত হয়েছে।’

ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার জন্য চালু হেল্প লাইন

ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার পর উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

  • ডিব্রুগড়ের জন্য ৯৯৫৭৫৫৫৯৬০
  • তিনসুকিয়ার জন্য ৯৯৫৭৫৫৫৯৫৯
  • সিমালগুড়ির জন্য ৮৭৮৯৫৪৩৭৯৮
  • মারিয়ানির জন্য ৬০০১৮৮২৪১০
  • ফুরকাটিঙের জন্য ৯৯৫৭৫৫৫৯৬৬
  • কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪

প্রসঙ্গত, চণ্ডীগড় থেকে অসমগামী এই ডিব্রুগড় এক্সপ্রেসটি সপ্তাহ দু’দিন (বুধ এবং রবিবার) যাতায়াত করে। বাংলার নিউ জলপাইগুড়ি (NJP), নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার স্টেশন দিয়ে যায় এই ডিব্রুগড় এক্সপ্রেস। ফলে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে বাংলারও একাধিক যাত্রী রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Avatar

Koushik Dutta

X