শ্রী ভট্টাচার্য, কলকাতা: যাত্রী ভোগান্তি শুরু হল (Train Cancelled)। ভারতের ব্যস্ত মানুষের লাইফলাইন যখন বাতিলের খাতায় নাম লেখায় এমনটাই হয়। কিছু নিৰ্দিষ্ট কারণে হাওড়া থেকে বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, প্রায় ২১২টি লোকাল এবং ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত একাধিক লোকাল এবং এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল থাকবে।
কোন কোন এক্সপ্রেস ট্রেন কবে বাতিল করা হল?
ট্রেন বাতিলের পাশাপাশি, ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং ২৪টি ট্রেনের রুট কমানো হয়েছে। এছাড়াও বেশ কিছু এক্সপ্রেস ট্রেন বাতিলও করা হয়েছে। সেগুলোও রইল নিম্নলিখিত:
- পুরী-শালিমার এক্সপ্রেস ৪, ৫, ৬ এবং ৭ মে বাতিল করা হয়েছে।
- সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়ার মধ্যে চলা রূপসী বাংলা এক্সপ্রেস ৫, ১৭ ও ১৮ মে বাতিল করা হয়েছে।
- পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ১১ মে বাতিল থাকবে।
- ১০ এবং ১১ মে উদয়পুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
- ১১ মে হাওড়া-দীঘা কান্ডারি এক্সপ্রেস আবার বাতিল করা হয়েছে।
- ১১ মে দিঘা-হাওড়া রুটে তাম্রলিপ্ত এক্সপ্রেসও বাতিল থাকবে।
- এছাড়াও, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ১০ এবং ১৭ মে বাতিল থাকবে।
- ১১ এবং ১৭ মে হাওড়া-পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
- ১৭ মে সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনটিও বাতিল করা হয়েছে।
- ১৭ এবং ১৮ মে পুরীগামী ধৌলি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
- ১৭ মে আরণ্যক এক্সপ্রেস (শালিমার-বেলপাহাড়ি) বাতিল থাকবে।
আরও পড়ুন: পুরো ফ্রিতে প্রবীণ নাগরিকদের এই সুবিধা দিচ্ছে রেল, বড় তথ্য দিলেন রেলমন্ত্রী
লোকাল ট্রেন কবে কবে বাতিল (Train Cancelled)?
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ১৭ মে সর্বাধিক সংখ্যক ট্রেন বাতিল করা হবে। ওই দিন মোট ৫৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও, ৩, ৭, ১১ এবং ১৮ মে যথাক্রমে ২১, ১৯, ৩৬ এবং ৩২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ১২ থেকে ১৪ মে পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে। মূলত সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং নন-ইন্টারলকিং কাজের কারণে, হাওড়া-খড়গপুর সেকশনে টানা ১৯ দিন অনেক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে বলে খবর পাওয়া গিয়েছে।