যুদ্ধের আবহে বাতিল টিকিট বুকিং, ভীত পর্যটকেরা? চমকে দিচ্ছে রিপোর্ট

Sleeper Vande Bharat Express

যুদ্ধের আবহে বাতিল টিকিট বুকিং, ভীত পর্যটকেরা? চমকে দিচ্ছে রিপোর্ট

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের আমজনতার সবচেয়ে নিরাপদ ও কম খরচের যাতায়াতের মাধ্যম ছিল ভারতীয় রেল। তাছাড়া ইতিমধ্যেই গরমের ছুটিও পড়ে গিয়েছে। ফলে পরিবার সহ উত্তরবঙ্গে পাড়ি দেন অনেকেই। কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তানে যুদ্ধের আবহের জেরে ভাটা লক্ষ্য করা গেল যাত্রায় বা বলা ভালো পর্যটক সংখ্যায়। এমনটাই বলছে রেলের টিকিটিং প্লাটফর্ম।

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে কমছে ট্রেনের বুকিং!

হিসেবে বলছে এই সময়টাই উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনে টিকিট পাওয়া বেশ মুশকিল হয়ে যায়। যদিও বা টিকিট মেলে সেটা ওয়েটিং লিস্টেই থাকে আর কনফার্ম হওয়ার সম্ভাবনা সেভাবে থাকে না বললেই চলে। কিন্তু এবছর ছবিটা একেবারেই ভিন্ন। একান্ত প্রয়োজন না হলে খুব একটা সফর করতে চাইছেন না কেউই।

উত্তর পূর্ব সীমান্ত রেল ও পূর্ব রেলের মতে উত্তরবঙ্গের একাধিক স্টেশনের ক্ষেত্রেই এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এক আধিকারিকের কথায়, ততকাল টিকিটের চাহিদা কমেছে। আগে যেখানে এনজেপি যাওয়ার বন্দে ভারতের ততকাল টিকিটের জন্য বুকিং কাউন্টারে ৮-১০ জনের লাইন পড়ে যেত সেখানে ২-৩ জন থাকছে। এমনকি টিকিট বুকিং ক্যানসেল হওয়ার জেরে অনেক ক্ষেত্রে সিট ফাঁকা থেকে যাচ্ছে বলেও খবর মিলেছে।

ফাঁকা যাচ্ছে বন্দে ভারত

শিলিগুড়িতে টিকিট বুকিং কাউন্টারের বাইরে কনফার্ম টিকিট বাতিল করার জন্য লম্বা লাইন পড়তে দেখা যাচ্ছে। বলা বাহুল্য বিগত একসপ্তাহে তৎকালে বুকিংয়ের সংখ্যা অনেকটাই কম। বিশেষ করে দিল্লি ও পশ্চিম ভারতগামী ট্রেনের ক্ষেত্রে বেশি পরিমাণে টিকিট বাতিল হচ্ছে।

আরও পড়ুনঃ শিক্ষা থেকে কর্মসংস্থানে এক নম্বর হবে বাংলা, চালু হবে ১৮টি ITI, আপনার জেলায় কটি?

এক ট্রাভেল এজেন্টের মতে, বারাণসী, দিল্লির মত জায়গায় যেতে একপ্রকার ভয় পাচ্ছেন যাত্রীরা। দূরের যাত্রা তো বটেই, মন্দারমণি দীঘার প্ল্যানও বাতিল করছেন অনেকে।  গত এপ্রিল মাসে বালুর ঘাট থেকে পুরী যাওয়ার ১৬টি বুকিং বাতিল হয়েছে শেষ কয়েকদিনেই। মূলত ভারত-পাকিস্তান যুদ্ধের কারণেই এমনটা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥