Train Ticket

Train Ticket: শুধু ভ্রমণ নয়, ট্রেনের টিকিট থাকলে এই ৬ টি জবরদস্ত সুবিধা মিলবে, একবার জেনে রাখুন

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেল যাত্রীদের কাছে রেলের সফরের সময় একটি বৈধ টিকিট অবশ্যই রাখতে হয়। টিকিট ছাড়া ভারতীয় রেলে সফর করা আইনত অপরাধ এবং এটি জরিমানা ধার্য করা হয়। তবে অনেকেই জানেন না যে ভারতীয় রেলে(Indian Railways) এই ট্রেনের টিকিট শুধুমাত্র একটি সিট রিজার্ভেশন ছাড়াও একাধিক সুবিধা দিয়ে থাকে।

আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ট্রেনের টিকিট থাকলে কি কি সুবিধা পাওয়া যায়-

১) আপনার কাছে যদি ট্রেনের কনফার্ম টিকিট থাকে, তাহলে আপনার থাকার জন্য হোটেলের প্রয়োজন হলে আপনি IRCTC-র ডরমেটরি ব্যবহার করতে পারেন। যেখানে আপনি মাত্র ১৫০ টাকা দিয়ে একটি শয্যা ও বিছানার জিনিস পেতে পারেন। মনে রাখবেন এটি শুধুমাত্র ২৪ ঘন্টার জন্যই প্রযোজ্য।

২) এছাড়া বালিশ, বিছানা, চাদর, কম্বল, এসি ১,২,৩-এ একেবারেই বিনামূল্যে পাওয়া যায়। গরিব রথ এক্সপ্রেস এই সমস্ত সুবিধা বিনামূল্যে মেলে। এছাড়া আপনি যদি এসিতে ট্রাভেল করেন এবং আপনার বার্থে এই জিনিসগুলো না থাকে, তাহলে আপনি আপনার ট্রেনের টিকিট দেখিয়ে এই সমস্ত জিনিসগুলো চেয়ে নিতে পারবেন। এর জন্য কোন অতিরিক্ত টাকা দিতে লাগবে না।

Indian Railways

৩) এছাড়া ট্রেনে ভ্রমণ করার সময় আপনি যদি অসুস্থ বোধ করেন, তাহলে দ্রুত সাহায্য করা হবে আপনাকে। এক্ষেত্রে আপনাকে শুধু ট্রেনের আরপিএফ জওয়ানকে জানাতে হবে। আপনি ১৩৯ নম্বরে ফোন করতে পারেন। এক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার সুবিধা পাবেন।

৪) এছাড়া আপনি যদি রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মত প্রিমিয়াম ট্রেনের টিকিট বুক করে থাকেন, তাহলে এই ট্রেনগুলো যদি দু’ঘণ্টার বেশি দেরি হয়। তাহলে আইআরসিটিসি ক্যান্টিন থেকে আপনাকে বিনামূল্যে খাবার দেওয়া হবে। এক্ষেত্রে যদি খাবার দেওয়া না হয়, তাহলে আপনি ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।

Indian Railways

আরও পড়ুন: Weather Update: আর মাত্র কয়েকটা দিন, ফের বৃষ্টিতে ভিজবে বাংলার এই জেলাগুলি, আবহাওয়ার বড়সড় আপডেট

৫) এছাড়া সমস্ত রেলওয়ে স্টেশনে লকার রুম এবং ক্লক রুমের সুবিধা রয়েছে। আপনার সমস্ত জিনিসপত্র আপনি এই লকার রুম এবং ক্লক রুমে প্রায় এক মাস পর্যন্ত রাখতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে আলাদা করে চার্জ দিতে হবে। আর এই চার্জ প্রত্যেক ২৪ ঘন্টার জন্য ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এক্ষেত্রে বৈধ টিকিট থাকা কিন্তু একান্ত জরুরী।

৬) ট্রেনে ওঠার বা জার্নিতে বোর্ডিং করার আগে আপনি নন এসি বা এসি ওয়েটিং রুমে আরামে অপেক্ষা করতে পারেন। এর জন্য আপনাকে টিকিট দেখাতে হবে এক্ষেত্রে কোনো রকমের চার্জ লাগবে না।

Avatar

Papiya Paul

X