Papiya Paul

বাজেট কম হলেও চিন্তা নেই! ঘুরে আসুন কলকাতার কাছের এই লুকোনো পাহাড় থেকে

নিউজশর্ট ডেস্কঃ উৎসবের মরশুম কাটতে না কাটতেই এবার চলে এসেছে শীতকাল। আর এই শীতের মরশুমে বহু মানুষ ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। কারণ এই শীতকালে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনিও যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে আপনার জন্য একটি নতুন জায়গার(Offbeat Destination) সন্ধান নিয়ে চলে এসেছি আমরা।

   

এর জন্য আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে না। একদম বাজেটের মধ্যে পৌঁছে যেতে পারবেন এই জায়গায়। আপনি এই শীতকালে মাত্র এক থেকে দুই দিনের ছুটি পেলেই ঘুরে আসতে পারেন বাঁকুড়া(Bankura) এই জায়গায়। এই জায়গাটির নাম কোরো পাহাড়(Koro Hill)। এখানে একবার এলে প্রকৃতির সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনি।

এখানে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে। দুপাশের জঙ্গল পেরিয়ে সিঁড়িতে উঠলে দেখতে পাবেন একটি মন্দির। দুপাশের জঙ্গলের দিকে তাকালে চারিদিকে সবুজ দেখে মন ভরে যাবে। এখানে পাহাড়ের উপরে রয়েছে একটি সাজানো আশ্রম। এই আশ্রমটির নাম উত্তমাশ্রম।

আরও পড়ুন: নদী, জঙ্গল, পাহাড় একইসাথে এক জায়গায়, পুজোয় বেড়িয়ে আসুন বাড়ির কাছের এই মনোরম লোকেশনে

এছাড়া এখানে শতাব্দী প্রাচীন একটি মন্দির রয়েছে। পাহাড়ে ওঠার রাস্তার চারিদিকে সৌন্দর্য দেখলে আপনি কোনদিনও ভুলতে পারবেন না। আর এই সৌন্দর্য আপনাকে বারবার এখানে নিয়ে আসতে বাধ্য করবে। তাহলে কলকাতা থেকে কয়েক কিলোমিটার পেরোলে পৌঁছে যেতে পারবেন কোরো পাহাড়ে। তাই অল্প বাজেট নিয়ে টেনশন না করে এবারের ডেসিনেশন হোক বাঁকুড়ার কোরো পাহাড়।