Travel

Papiya Paul

Travel: ভ্যাপসা গরমেও মন থাকবে বিন্দাস, ছুটিতে ঢুঁ মারুন কলকাতার কাছের এই পার্ক থেকে

নিউজশর্ট ডেস্কঃ বাঙালিরা বরাবরই ভ্রমণপ্রিয়। একটু সময়-সুযোগ পেলেই এদিক-সেদিক ঘুরতে বেরিয়ে পড়েন। শীত কিংবা বসন্ত বা গরম সব সময় কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার জন্য মন আনচান করে পর্যটকদের। এই তীব্র গরমেও ছুটির সময় এদিক সেদিক ঘুরতে যেতে চান সকলে।

   

আর আজকের এই প্রতিবেদনে এমনই একটি ভ্রমণ স্থান সম্পর্কে আপনাদেরকে জানাবো। এর জন্য আপনাদেরকে দূরে কোথাও যেতে হবে না। কলকাতার মধ্যে ঘুরে আসতে পারবেন। কলকাতার একটু দূরেই রয়েছে এই প্রজাপতি পার্ক। বজবজ ২ নম্বর ব্লকের গজাপোয়ালি পৈতা গ্রামে এই পার্ক রয়েছে।

এখানে আছে ট্রি হাউস। এখানে প্রচন্ড গরমে এলেও ঠান্ডার অনুভূতি পেয়ে যাবেন আপনি। এই জায়গার আরো একটি নাম হলো প্রকৃতির পাঠশালা। এখানে এলে কলকাতা শহরে এসেও প্রকৃতির এক অন্যরকম রূপ আপনি উপলব্ধি করতে পারবেন। এই বায়োডাইভারসিটি পার্কের মূল আকর্ষণই হলো এই ট্রি হাউস।

আরও পড়ুন: Morning Walk: রোজ হাঁটেন, এবার হাঁটার জন্য কামাতে পারবেন টাকা! ইনস্টল করুন এই ৫ টি অ্যাপ

এখানে নতুন দুটো ট্রি হাউসে চারখানা রুম রয়েছে। এই ঘরগুলির আবার খুব সুন্দর সুন্দর নাম আছে। কোন রুমের নাম চিত্রা, কোনটা জোনাকি, কোনটা ছুটি এবং কোনটা তিতলি। এছাড়া এখানে পুরনো একটি ট্রি-হাউজ রয়েছে। এখানে গেলেও সন্ধ্যেবেলায় আপনি পাখির কলকলানি শুনতে পাবেন।

এখানে প্রচুর বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। রয়েছে ওষুধের গাছ এবং ফুলের গাছ। এই বায়োডাইভারসিটি পার্ক আপনার মন ভালো করবে। নিজের পরিবার এবং বাড়ির পুঁচকে সদস্যদের নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। অল্প খরচের মধ্যে এবং অল্প সময়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে পারবেন।