সঙ্গীত মানেই মন মাতানো এক অনুভূতি আর সেই গান যদি অরিজিৎ সিং এর হয় তাহলে তো সেখানে গানের মধ্যে আকুল করা প্রেমিকের করুণ আর্তি ফুটে উঠবে তার বলাই বাহুল্য। তার গানে যে প্রেমিকের কোমল হৃদয়ে বৃষ্টি ঝরবে অঝোরে তাতে আর নতুন কী!
সম্প্রতি একটি সর্বভারতীয় অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে অরিজিৎ সিং-কে। মূলত সঙ্গীত সাম্রাজ্ঞী প্রয়াত ‘লতা মঙ্গেশকর’এর উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্যই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সেখানেই প্রয়াত কিংবদন্তি গায়িকার কয়েকটি কালজয়ী গানকেই বেছে নিয়েছিলেন অরিজিৎ। সম্প্রতি সেই অনুষ্ঠানেরই কয়েকটি বাংলা গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার দীপ্ত কণ্ঠে একের পর এক লতা মঙ্গেশকরের গাওয়া গান শুনে মুগ্ধ হয়েছে আপামর ভারতবাসী। শুধু বাংলাই নয় একের পর এক গেয়েছেন হিন্দি ও মারাঠি গানও।
কার্যত তার গলায় লতাজির গানকে নতুনভাবে উপস্থাপিত হতে দেখে নস্টালজিক হয়ে পড়েছে সঙ্গীতপ্রেমীরা। অতীত আর বর্তমানের এরূপ মেলবন্ধনে বিমোহিত হয়ে পড়েছে অনুরাগীরা। নেই কোনো বিতর্ক, নেই কোনো আক্রোশ, গোটা মঞ্চ জুড়ে ছড়িয়ে পড়েছে শুধু সুরের মূর্ছনা। কখনও হাতে তুলে নিয়েছেন গিটার, গেয়েছেন ‘দে দোল দোল দোল তোল পাল তোল’। আবার কখনও তার গলায় শোনা গিয়েছে ‘হায় হায় প্রাণ যায়’। এইদিন অরিজিৎ শুধু মাত্র তার সুরের জাদু দিয়ে ভেঙে দিয়েছেন সমস্ত বেড়াজাল।
জাতীয়স্তরের অনুষ্ঠানে মঞ্চ দাপিয়ে বাংলা গান গেয়ে দর্শকমহলে যে ব্যপক প্রসংশা কুড়িয়েছেন তা বলাই বাহুল্য। এক একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, বয়ে গেছে শেয়ার, লাইক, কমেন্টের বন্যা। কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা, শিল্পীর উদ্দেশ্যে কেউ কেউ জানিয়েছেন তাদের নমস্কার। জাতীয়স্তরে বাঙালির মান বাড়ানোর জন্য আজ বাঙালি হিসেবে গর্ববোধ করছে সবাই।
গানের স্রোতে ভেসে তাই তো আজ সবাই বলছে, কে বলেছে বাঙালি শেষ হয়ে গেছে? কে বলেছে বাঙালি পিছিয়ে পড়েছে, বাঙালি মুখে বলেনা, কাজে করে দেখায়। দিন পেরিয়েছে, যুগ পেরিয়েছে বাঙলায় জন্মেছে শত শত কিংবদন্তি। বারেবারে তারা বিশ্বদরবারে গৌরবান্বিত করেছে আপামর বাঙালি জাতিকে। আজও বাঙালি সগর্বে গলা উঁচিয়ে বলতে পারে আমাদের ছিলো সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, আমাদের আছে গান পাগল অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল।