পার্থ সারথি মান্না, কলকাতাঃ চালু হবার পর থেকেই যাতায়াতের একটি সস্তা ও জনপ্রিয় মাধ্যম হল কলকাতা মেট্রো। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পরিষেবা ব্যবহার করেন। তবে এবার জানা যাচ্ছে বন্ধ হওয়ার পথে টালিগঞ্জ ও দমদম রুট (Dumdum Tollygunge Metro)। কেন? আর কতদিনের জন্যই বা বন্ধ থাকবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
বন্ধের পথে টালিগজ্ঞ-দমদম মেট্রো!
যেমনটা জানা যাচ্ছে টালিগঞ্জ ও দমদমের মধ্যকার উত্তর-দক্ষিণ ব্লু লাইনের যে টানেলটি রয়েছে সেটির পুনর্গঠন করা হবে। এর জন্যই ৩ থেকে ৪ বছর সময় লাগতে পারে। এই সময় রুটিটিতে আংশিক বা সম্পূর্ণভাবেই মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।
১৯৯৫ সালে চালু হয়েছিল ১৬.৪৫ কিমি লম্বা এই টানেলটি। এরপর থেকে ৪০ বছর পেরিয়ে গিয়েছে। যার মাঝে শুধুমাত্র রক্ষনাবেক্ষণের কাজই করা হয়েছে। আলাদা করে কোনো বড় রিপেয়ারিং বা সংস্কার হয়নি। এবার সময় এসেছে পূর্ণ সমীক্ষার মাধ্যমে সংস্কারের। সেই কারণেই এই সদনাত নেওয়া হচ্ছে।
কি জানাচ্ছে RITES?
টানালের ওভারহলের জন্য ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে মেট্রোর পরামর্শদাতা সংস্থা RITESকে। যার ফলে টানেলের সিলিভ স্ট্রাকচার থেকে মেট্রো ট্র্যাকের পরিকাঠামোর সমীক্ষাও শুরু হয়েছে। এই প্রসঙ্গে মেট্রো জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি জানান, সমীক্ষা প্রায় শেষের দিকে, তাই শীঘ্রই একটি ডিটেল রিপোর্ট পাওয়া যাবে। এছাড়া পুরোনো স্টেশনে যাত্রীসুবিধা নিয়েও আলাদা করে সমীক্ষা চলছে। যার ফলে কোথাও লিফ্ট বা এসকেলেটের বসানো যাবে সেটা ও তার খরচ সম্পর্কে প্রস্তাব দেওয়া হবে।
আরও পড়ুনঃ বোর্ডিং পাস, পাসপোর্ট অতীত, ফেস স্ক্যানিংই যথেষ্ট! বদলে যাচ্ছে এয়ারপোর্টের চেকিং পদ্ধতি
কি কি আপগ্রেড হবে?
৩-৪ বছর ধরে যদি রুট বন্ধ থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। স্কীসাথে প্রশ্ন উঠছে কি কি কাজ হবে এই সময়ের মধ্যে? এর উত্তরে জানা যাচ্ছে, দেওয়াল থেকে ধস নাম ও ট্র্যাক ফিটিনয়ের দ্রুত ক্ষয়ে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে ট্রাকগুলিতে। এছাড়া সিগনালিং সিস্টেমেরও আপগ্রেডের প্রয়োজন রয়েছে। অদূর ভবিষ্যতে ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরো দমে চালু হলে এসপ্ল্যানেড স্টেশনে ভিড় আরও বাড়বে তাই আগে থেকেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এই কাজ শেষ হলে মেট্রো যেমন আরও বেশি ট্রেন চালানোর জন্য সক্ষম হবে। তেমনি যাত্রী সুরক্ষাও বাড়বে। একইসাথে যাত্রা আরও আরামদায়ক ও নিরাপদ হবে বলে জানাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।