TV Channel Price Might Increase Soon

TV Channel Price: আবারও বাড়ছে টিভি চ্যানেলের দাম! খরচ বাড়বে কত? খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় আমজনতা

নিউজশর্ট ডেস্কঃ দেশের ভোট শেষ হওয়ার পর সদ্য প্রকাশিত হয়েছে রেজাল্ট। আর ভোটার ফলাফল আসতেই দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট ও টোল ট্যাক্স। এবার জানা যাচ্ছে বাড়িতে টিভি দেখার জন্যও গুনতে হবে বেশি টাকা। হ্যাঁ আবারও বাড়ছে টিভি চ্যানেলের দাম (TV Channel Price Increase) এমনটাই অভ্যাস মিলছে।

বর্তমানে দেশের কম বেশ সমস্ত বাড়িতেই একটা ফোন ও টিভি (TV) রয়েছে। সারাদিনের কাজের শেষে একটু বিনোদনের জন্য হোক বা দরকারি খবর দেখার জন্য টিভি একেবারে মাস্ট বললেই চলে। কিন্তু আগে যেখানে অ্যান্টেনা লাগিয়েই বিনা পয়সায় টিভি দেখা যেত এখন তেমনটা হয় না। হয় লোকাল কেবল অপারেটর থেকে কানেকশন নিতে হয় বা ডিটিএইচ সার্ভিস নিতে হয়। এই দুই সার্ভিসের জন্যই খরচ করতে হয় ২৫০ টাকার মত। এবার সেই খরচ নাকি বাড়তে চলেছে এমনটাই জানা যাচ্ছে।

কেন দেখা দিচ্ছে টিভি চ্যানেলের দাম বাড়ার আশঙ্কা?

গ্রামাঞ্চলে টিভি দেখার প্রবণতা বেশি থাকলেও শহরের দিকে ৬ ইঞ্চির স্মার্টফোনই এখন টিভির কাজ সেরে দিচ্ছে। লাইভ টিভি থেকে শুরু করে নানান ওটিটির দৌলতে টিভির চাহিদা খানিক কমছে শহরে। যেই কারণে টিভি চ্যানেলের দাম পুনরায় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য শুধু টিভি চ্যানেলই নয় ওটিটি প্ল্যাটফর্মগুলিও দাম বাড়াতে পারে!

TV Channel Price

আরও পড়ুনঃ গোঁদের উপর বিষফোঁড়া, আবারও ভাড়া বাড়াচ্ছে রেল! চাপ সেই আমজনতার উপরেই

কবে থেকে বাড়বে টিভি চ্যানেলের দাম?

ঠিক কবে থেকে টিভি চ্যানেলের দাম বাড়ানো হবে সেটা এই মুহূর্তে অফিসিয়ালি ষোঘণা হয়নি। তবে সূত্রমতে, জি-এন্টারটেইনমেন্ট, ভায়াকম ১৮, সোনি পিকচার্স নেটওয়ার্ক এর মত সংস্থা তাদের চ্যানেল ও বিভিন্ন প্যাকেজের দাম শীঘ্রই বাড়ানোর সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে।

কতটা বাড়বে টিভি দেখার খরচ?

টিভি চ্যানেল বা কেবল প্যাকেজের দাম বৃদ্ধির খবরে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গিয়েছেন গরিব ও মধ্যবিত্তরা। একে দ্রব্যমূল্য বৃদ্ধি তারপর কতটাকা বাড়বে টিভি দেখার খরচ সেই নিয়েই এখন চিন্তা লেগে রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, প্রতিমাসের হিসাবে ৫-৮% খরচ বাড়তে পারে। অর্থাৎ আপনি যদি বর্তমানে ৩০০ টাকার প্যাকেজ ব্যবহার করেন তাহলে সেটা বেড়ে ৩২৪ টাকা হয়ে যেতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X