মধ্যপ্রদেশের মন্ডলা জেলায় মিলল ডাইনোসরের ৭টি ডিম, গবেষণায় বিজ্ঞানীরা

৬৫ মিলিয়ন বছর পুরনো মধ্যপ্রদেশের মন্ডলা জেলায় তৃণভোজী ডাইনোসরের সাতটি জীবাশ্ম ডিম পাওয়া যায়। ডাক্তার হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভুবিজ্ঞানে উন্নত গবেষণার সাথে যুক্ত প্রোফেসর পিকে কথল জানান, আমি ৩০ অক্টোবর মন্ডলা জেলার স্কুলের এক ছাত্র প্রশান্ত শ্রীবাস্তবের কথা মতো একটি ওয়েবসাইট দেখি। প্রশান্তই এই ডিম গুলোর খোঁজ পেয়েছিল। এই ডিমগুলোর ওজন ২ কেজি ৬০০ গ্রাম।

Avatar

Koushik Dutta

X