Star Jalsha

anita

Star Jalsha: স্টার জলসার অ্যাওয়ার্ড থেকে বাদ এই দুই জনপ্রিয় নায়িকা! পিছনে রয়েছে অবাক করা কারণ

নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় দিনে দিনে বাড়ছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয়তা। আর এখনকার দিনে সিনেমা কিংবা ওয়েব সিরিজের মতই অত্যন্ত শক্তিশালী একটি বিনোদন মাধ্যম হয়ে উঠেছে  বাংলা সিরিয়াল। তাই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এই সমস্ত মেগা সিরিয়ালের হাত ধরে উঠে আসছে এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।

   

দর্শকমহলে যাঁদের জনপ্রিয়তা টলিউড অভিনেতা অভিনেত্রীদের থেকে কোন অংশে কম নয়। এই সমস্ত বাংলা সিরিয়ালের কলাকুশলীরা সারা বছর ধরে যে পরিশ্রম করেন তার জন্য তাদের প্রাপ্য সম্মান জানাতে প্রতিবছরই চ্যানেলগুলির তরফে আয়োজন করা হয়ে থাকে জমকালো অ্যাওয়ার্ড ফাংশানের। ব্যতিক্রম নয় বাংলা বিনোদন জগতের প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল স্টার জলসাও (Star Jalsha)। 

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি  আসতে চলেছে স্টার জলসার জনপ্রিয় অ্যাওয়ার্ড শো স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড (Star Jalsha Parivaar Award)। ইতিমধ্যেই  সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরাও নিজেদের জন্য ভোটিং অ্যাপিল করতেও শুরু করে দিয়েছে দর্শকদের কাছে। এরই মধ্যে এই অ্যাওয়ার্ড ফাংশন নিয়েই সামনে এলো এক বড় আপডেট।

বাংলা সিরিয়াল,Bangla Serial,স্টার জলসা,Star Jalsha,স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড,Star Jalsha Parivaar Award,তুমি আশেপাশে থাকলে,Tumi Asheypashey Thakle,পারো,Paro,অঙ্গনা রায়,Angana Roy,তৃণা সাহা,Trina Saha,শ্রাবণ,Shraban,লাভ বিয়ে আজকাল,Love Biye Ajkal,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

জানা যাচ্ছে এই বছর স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড ফাংশনের সেরা অভিনেত্রীর তালিকা থেকে বাদ গিয়েছেন চ্যানেলে দুই জনপ্রিয় অভিনেত্রী।  তারা হলেন লাভ বিয়ে আজকাল সিরিয়ালের নতুন শ্রাবণ অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং আরো একটি জনপ্রিয় সিরিয়াল ‘তুমি আসে পাশে থাকলে’র  নবাগতা পারো অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)।

আরও পড়ুন: পর্ণাকে হারিয়ে দুর্ধর্ষ কামব্যাক দীপার! TRP তালিকায় কত নম্বরে জগদ্ধাত্রী-ফুলকি?

তবে জানা যাচ্ছে অঙ্গনা এবং তৃণা  সেরা নায়িকার তালিকা থেকে বাদ গেলেও  এই তালিকায় জায়গা করে নিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘কথা’ ধারাবাহিকের নায়িকা কথাকলি বসু অভিনেত্রী সুস্মিতা দে। এখন দেখার আগামী দিনে এই অ্যাওয়ার্ড ফাংশনে দর্শকদের বিচারে সেরা অভিনেত্রীর মুকুট কার মাথায় ওঠে।

বাংলা সিরিয়াল,Bangla Serial,স্টার জলসা,Star Jalsha,স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড,Star Jalsha Parivaar Award,তুমি আশেপাশে থাকলে,Tumi Asheypashey Thakle,পারো,Paro,অঙ্গনা রায়,Angana Roy,তৃণা সাহা,Trina Saha,শ্রাবণ,Shraban,লাভ বিয়ে আজকাল,Love Biye Ajkal,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

প্রসঙ্গত কদিন আগেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছিল জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’। তারপর থেকেই  শোনা গিয়েছিল খুব তাড়াতাড়িই আসতে চলেছে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে  এই অ্যাওয়ার্ড শো-এর টিজার। সেখানেই বিয়ের কার্ড, গাছ কৌটো, শাখাঁ-পলা ইত্যাদি দেখে দারুন  উচ্ছ্বসিত সিরিয়ালপ্রেমী দর্শকরা।