নিত্যযাত্রীদের জন্য সুখবর, শীঘ্রই চালু হবে দুটি নতুন স্টেশন, নাম ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ

Two New Metro Station will be Build in Kolkata Purple Line

নিত্যযাত্রীদের জন্য সুখবর, শীঘ্রই চালু হবে দুটি নতুন স্টেশন, নাম ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে হোক বা বাসস্থানসূত্রে প্রতিদিন কলকাতায় জয়টাই করেন লক্ষ লক্ষ মানুষ। আর কম খরচে কলকাতার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সেরা উপায় হল কলকাতা মেট্রো। আর এবার নিত্যযাত্রীদের জন্য রইল সুখবর। শীঘ্রই আরও ২টি স্টেশন পেতে চলেছে কলকাতা। কি কি? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

দোলের আগেই সুখবর দিল কলকাতা মেট্রো

মেট্রোর পার্পেল লাইন সংযুক্তকরণের কাজ এগোচ্ছে জোর কদমে। জোকা ও এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো করিডোরে কাজ চলছিল। এপর্যন্ত দু প্রান্তের শেষ স্টেশন ছিল একদিকে জোকা আর অন্যদিকে এসপ্ল্যানেড। তবে এবার উভয় দিকেই আরও একটি করে মেট্রো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

তৈরী হচ্ছে ২ টি নতুন মেট্রো স্টেশন

যেমনটা জানা যাচ্ছে,  জোকার পর একটি মেট্রো স্টেশন তৈরি করা হচ্ছে যেটা ১.৭ কিমি দূরে হচ্ছে। এটির নামকরণ হতে চলেছে আইআইএম জোকা স্টেশন। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে ১.৬ কিমি দূরে তৈরি হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন। এই স্টেশনটি প্রিন্সেপ ঘাট সার্কুলার রেল স্টেশনের আশাপাহেই হবে বলে মনে করা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না নতুন স্টেশনের ঘোষণা হতেই বেশ খুশি নিত্যযাত্রীরা।

মেট্রো কর্তৃপক্ষের মন্তব্য

মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণের দিক থেকে নৈনান ও বিষ্ণুপুর ও বাবুঘাটের দিকের নিত্যযাত্রীদের সুবিধার্থেই এই দুই নতুন স্টেশনের হয়েছে। কারণ জোকা থেকে মাঝেরহাট রুটে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে ৫০ মিনিট পর পর মেট্রো চলে। তবে ধর্মতলা পর্যন্ত মেট্রো চালু হলেই যাত্রী সংখ্যা অনেকটা বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ গতি ৩৫০ কিমি প্রতি ঘণ্টা, হাওড়া পর্যন্ত ছুটবে ‘বুলেট’! কোন কোন স্টেশনে থামবে?

প্রসঙ্গত, নতুন দুই স্টেশন চালু হওয়া পর জোকা থেকে এসপ্ল্যানেড রুটের দৈর্ঘ্য বেড়ে ১৪.১ থেকে বেড়ে ১৮ কিমি হয়ে যাবে। আশা করা হচ্ছে শীঘ্রই স্টেশনগুলি যাত্রীদের জন্য খুলে দেওয়ার ঘোষণা মিলবে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।

সঙ্গে থাকুন ➥