সৌদি আরবের জবাবে মাথায় হাত চিনের, তেল কারখানার প্রোজেক্ট এখন বিশ বাও জলে

চিনের সঙ্গে এই মুহূর্তে সম্ভব নয় কোনও রকমের নতুন প্রোজেক্ট। প্রেসিডেন্ট শি জিং পিং-কে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আরব সরকার। কারণ লকডাউনের প্রভাবে বিশ্ব বাজারে তেলের চাহিদা কমেছে অনেকটাই। যার ফলে তেলের দামও কমেছে তুলনামূলকভাবে। এই অবস্থায় কোটি টাকা খরচ করে অন্য কোনও দেশে বিনিয়োগ করা বোকামি হতেই পারে। তাই চিনকে কথা দিয়েও এখন পিছিয়ে এসেছে আরব। ভারতেও বিনিয়োগের কথা রয়েছে আরবের। মহারাষ্ট্রে তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Avatar

Koushik Dutta

X