Union Bank

anita

Union Bank: মাতৃদিবসের আগে মহিলাদের জন্য বিশেষ উপহার! Union Bank-র সুযোগ ভুলেও মিস করবেন না

নিউজ শর্ট ডেস্ক: সরকারি হোক কিংবা বেসরকারি উভয় ধরণের ব্যাংকের (Bank) তরফ থেকেই আমাদের দেশের নারী-পুরুষ, যুবক প্রবীণ নাগরিক কিংবা শিশু সকলের জন্যই নানা ধরনের পরিষেবা দেওয়া  হয়ে থাকে। একইভাবে এবার ঠিক মাতৃদিবসের আগেই দেশের জনপ্রিয় ব্যাংক ইউনিয়ন ব্যাংকের (Union Bank) তরফ থেকে মহিলাদের (Women) জন্য চালু করা হয়েছে একটি বিশেষ ক্রেডিট কার্ড।

   

এই বিশেষ ক্রেডিট কার্ডের (Credit Card) নাম হল ‘ডিভা’ (Diva)। তবে এই ক্রেডিট কার্ড শুধুমাত্র আমাদের দেশের মহিলা গ্রাহকদের জন্য। তাই শুধুমাত্র মহিলারাই এই ক্রেডিট কার্ডের মাধ্যমে একগুচ্ছ সুযোগ সুবিধা পাবেন। জানা যাচ্ছে ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

তবে যদি কোন মহিলা বেতনভোগী হন তাহলে তিনি ৬৫বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।  এখানে বলে রাখি ইউনিয়ন ব্যাংকের এই ক্রেডিট কার্ড পাওয়ার জন্য একজন মহিলার সর্বনিম্ন আয় প্রতি বছরে আড়াই লক্ষ টাকা হতে হবে।

ইউনিয়ন ব্যাঙ্ক,Union Bank,ক্রেডিট কার্ড,Credit Card,ডিভা,Diva,মহিলাদের জন্য,For Women,সুবিধা,Benifits,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

এমনিতে মহিলারা শপিং করতে একটু বেশিই ভালোবাসেন। তাই এই ডিভা ক্রেডিট কার্ডেই মহিলাদের শপিং করার লোভনীয় সুযোগ দিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক। জানা যাচ্ছে এই ডিভা ক্রেডিট কার্ডে বুক মাই শো, আরবান ক্ল্যাপ, বিগ বাস্কেট, ফ্লিপকার্ট,মিন্ত্রা , নাইকা ইত্যাদি ব্র্যান্ডের কেনাকাটার জন্য ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাবে।

আরও পড়ুন: ফ্রিতে কতবার টাকা তুলতে দেয় ATM? একদিনে টাকা তোলার লিমিট কত? নিয়ম জানলে সুবিধা আপনার

শুধু তাই নয় এই ডিভা ক্রেডিট কার্ডটি বছরে ৮টি ডোমেস্টিক বিমানবন্দর লাউঞ্জ এবং ২টি আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ বিনামূল্যে অফার করে। একই সঙ্গে এই ক্রেডিট কার্ড বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও দিয়ে থাকে। এছাড়াও এই ক্রেডিট কার্ডে জ্বালানি ক্রয় করলে এক শতাংশ জ্বালানি সারচার্জ ফ্রি থাকে। ডিভা ক্রেডিট কার্ডে খরচ করা প্রতি ১০০ টাকায় ২টি গিফট পয়েন্ট যোগ হয়।

ইউনিয়ন ব্যাঙ্ক,Union Bank,ক্রেডিট কার্ড,Credit Card,ডিভা,Diva,মহিলাদের জন্য,For Women,সুবিধা,Benifits,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এমনিতে এই  ডিভা ক্রেডিট কার্ডের চালু করার জন্য কোনো টাকা খরচ করতে হয় না, তবে এই ক্রেডিট কার্ডের বার্ষিক ফি ৪৯৯ টাকা। এই ক্রেডিড কার্ডে একটি আর্থিক বছরে ৩০,০০০ টাকার বেশি খরচ করা হলে ১০০ শতাংশ ছাড় পাওয়া যায়।