Papiya Paul

বাড়ির সামনে ফাঁকা জায়গা থাকলেই কেল্লাফতে, মাসে রোজগার হবে দ্বিগুণ টাকা, বেকারদের জন্য সুবর্ণ সুযোগ

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে রোজগার বলতে আর শুধু চাকরি করে অর্থ উপার্জন নয়। রোজগারের অনেক মাধ্যম বেরিয়ে গিয়েছে। আর এর ফলে খুব সহজেই বেশ মোটা অংকের টাকা উপার্জন করা যায়। তবে আপনি চাকরি করতে না চাইলেও ব্যবসা(Business) করে আপনাকে অর্থ উপার্জন করতে হবে। বাড়িতে বসেই বিভিন্ন ছোট ব্যবসার সুযোগ রয়েছে।

   

আপনার বাড়ির সামনে ছোট জলাশয় কিংবা চৌবাচ্চা বানিয়ে সেখান থেকেও প্রচুর টাকা রোজগার করা যায়। চৌবাচ্চা বা জলাশয়ের মধ্যে রঙিন মাছ চাষ করে এখন বহু মানুষ মোটা অংকের টাকা উপার্জন করছেন। এখন এই ধরনের মাছের বাজার বেশ বড়। শুধুমাত্র বাড়িতেই যে অ্যাকোয়ারিয়াম থাকবে, তেমন কিন্তু নয়। বড় বড় অফিস, রেস্তোরাঁ, হোটেলেও এখন অ্যাকোয়ারিয়াম(Aquarium Fish) সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রাখা হয়।

আর এর ফলে রঙিন মাছের চাহিদা দিন দিন বাড়ছে। ফাইটার, গোল্ডফিশ সহ নানা রকমের মাছ এই অ্যাকোয়ারিয়ামে রাখলে সৌন্দর্য বেড়ে যায়। এগুলি বাড়িতে চাষ করা খুব সহজ তেমনি বিক্রি করা লাভজনক। এই ব্যবসার জন্য আপনাকে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন নেই। একদম নামমাত্র পুঁজিতে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন এবং অল্প সময়ের মধ্যেই এই মাছের চাষ করা যায়।

কিন্তু কিভাবে এ মাছ চাষ করে উপার্জন করা যাবে? বিশেষজ্ঞদের মতে গোল্ড ফিশের বাণিজ্যিক চাষ করতে চাইলে আপনার বাড়ির সামনে একটি ২৪ বর্গফুটের চৌবাচ্চা তৈরি করতে হবে। গোল্ডফিশের জন্য বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। বহু মানুষ এখন কর্মসংস্থানের অভাবে এই ধরনের মাছ চাষের ব্যবসা করে ভালো টাকায উপার্জন করছেন। শুধু পুরুষেরা নয় বাড়ির মহিলারাও ঘরের কাজের পাশাপাশি এই ধরনের ব্যবসা করে ভালো টাকা উপার্জন করতে পারবেন।