Business Idea

Papiya Paul

Business Idea: ২০ হাজার টাকায় বিক্রি হয় ১ লিটার তেল! বাড়িতেই চাষ করুন এই ফুলের, মাসে কামাবেন লাখ লাখ টাকা

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ আছেন, যারা চাকরির পাশাপাশি অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য ব্যবসার(Business Idea) দিকে বেশি ঝুঁকছেন। সেক্ষেত্রে ছোটোখাটো ব্যবসার পাশাপাশি যে কোনো ইউনিক জিনিসের চাষ করেও মোটা টাকা অর্জন করা যায়। আপনিও যদি এরকম চাষ করে অনেক টাকা কামাতে চান, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন খবর। আজকের এই প্রতিবেদনে একটি ফুল চাষ সম্পর্কে জানাবো।

   

এই ফুলটির নাম জেরানিয়াম(Geranium)। এই জেরানিয়ম হল খুবই সুগন্ধি একটি গাছ। সরকারও এই ধরণের চাষের জন্য এখন উৎসাহ জোগাচ্ছে। এর পাশাপাশি সরকারের তরফ থেকে অ্যারোমা মিশনের আওতায় মানুষজনকে আর্থিক সাহায্যও করছে।

এই জেরানিয়াম কী কাজে লাগে? এই জেরানিয়ামের ফুল থেকে এক বিশেষ ধরনের তেল বার করা হয়। এই তেল মূলত ওষুধ তৈরিতে কাজে লাগে। শুধু তাই নয়, অ্যারোমাথেরাপি, বিউটি প্রোডাক্টস, পারফিউম এবং সুগন্ধযুক্ত সাবান তৈরি করতেও এই ফুলের তেল কাজে লাগে। এই জেরানিয়ামের গন্ধ গোলাপের মত। তাই জেরানিয়ামকে গরিবের গোলাপও বলা হয়ে থাকে।

আরও পড়ুন: Vande Bharat: ঝামেলা-ঝক্কির দিন শেষ, এবার মাত্র ১.৩০ মিনিটে পৌঁছে যাবেন দিল্লি!

জেরানিয়াম যে কোনো জায়গাতেই চাষ করা যায়। তবে বেলে এবং দোয়াঁশ মাটিতে এর চাষ বেশি ভালো হয়। তাছাড়া খুব বেশি জলেরও প্রয়োজন হয় না। জেরানিয়াম চাষের জন্য কম আর্দ্রতা সহ মৃদু জলবায়ুতে সবচেয়ে ভালো ফলন দেখা যায়। এই ফুলের চাষ করলে কম খরচে মোটা টাকা মুনাফা অর্জন করা যায়।

তবে এই ফুল চাষের খরচের হিসেবটা জেনে রাখুন। এমনিতে জেরানিয়াম চাষের খরচ একটু বেশি মনে হতে পারে, তবে তা থেকে মুনাফা যেটা হবে সেটাও নজরকাড়া। এই জেরানিয়াম ফসল রোপণ করতে ১ লাখ টাকা খরচ হয়। এরপর এই গাছের চাষের পর এই গাছ থেকে যে তেল পাওয়া যায় সেটা খুবই চড়া দামে বিক্রি হয়। এই গাছের মাত্র ১ লিটার জেরেনিয়াম তেল আপনি বাজারে ২০,০০০ টাকায় বিক্রি করতে পারবেন! অর্থাৎ বুঝতেই পারছেন , কত বেশি টাকা আপনার মুনাফা অর্জন হবে।