Business Idea

anita

Business Idea: সংসার সামলে এই কাজ করেই মোটা টাকা আয় করছেন গ্রামের মহিলারা! ফায়দা নিন আপনিও

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে বাড়ির মহিলারাও ঘরের কাজ সামলে টুকটাক কাজ করে বাড়ি বসেই বেশ মাসে মাসে ভালো টাকা উপার্জন (Earn Money) করছন। এদিক দিয়ে পিছিয়ে নেই গ্রাম বাংলার মহিলারাও।এখনকার দিনে ঘর সাজানোর জিনিসপত্রের (Home Decorating Things) চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই এখনকার বাজারে এই ঘর সাজানোর জিনিসের ব্যবসার (Business) ব্যাপক জনপ্রিয়।

   

ইন্টিরিয়ার ডেকোরেশনের জন্য তো বটেই বাড়ি সাজানোর এই সমস্ত জিনিসের ব্যাপক চাহিদা রয়েছে বিয়ে বাড়ি কিংবা অন্যান্য অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল সাজানোর কাজেও। গৃহসজ্জার এই সমস্ত জিনিসের মধ্যে যেমন রয়েছে রকমারি আলো,বাহারি ফুল,বল, স্প্রিং, ফুল-সহ আরও একাধিক ইউনিক  জিনিস।

যা তৈরি হচ্ছে একেবারে ফেলে দেওয়া বাতিল জিনিস থেকে। আর ঘর সাজানোর এই সমস্ত জিনিস নিজের হাতে তৈরি করেই প্রত্যেক মাসেই ভালো টাকা উপার্জন করছেন গ্রামের মহিলারা। আর এই সমস্ত জিনিস তৈরী করতে যে তাদের অনেক টাকা খরচ হচ্ছে, তাও কিন্তু নয়।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,ব্যবসা,Business,টাকা উপার্জন,Earn Money,ঘর সাজানোর জিনিসপত্র,Home Decorating Things,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই যেমন পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের কড়িয়া গ্রামের মহিলারা। এঁদের অনেকেই নদীর ধারে কিংবা পুকুর পাড়ে অনাদরে গজিয়ে থাকা কলমি শাকের ডাঁটা দিয়েই তৈরি করছেন দারুন সুন্দর সুন্দর গ্রিসজ্জার জিনিস।

আরও পড়ুন: প্রতি মাসে কত টাকা সঞ্চয় করা উচিত? এই সূত্র জানলে কাজ দেবে ম্যাজিকের মতো

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,ব্যবসা,Business,টাকা উপার্জন,Earn Money,ঘর সাজানোর জিনিসপত্র,Home Decorating Things,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই মুহূর্তে বাজারে এইসব জিনিসের ব্যাপক চাহিদাও রয়েছে। তাই কলমি শাকের এই ডাটা দিয়ে কেউ বানাচ্ছেন বল তো কেউ বানাচ্ছেন কলমির বল তো কেউ বানাচ্ছেন কলমির বল,তো কেউ বানাচ্ছেন স্প্রিং। এই ভাবেই ঘর সংসারের সমস্ত কাজ সামলেই এই কাজ করে তারা প্রত্যেক মাসে প্রায় দশ হাজার টাকা করে উপার্জন করছেন।