Arijit

মাত্র ২৮ বছর বয়সেই অবসর নিলেন ভারতকে অনুর্দ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক

সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতানো অধিনায়ক উন্মুখ চাঁদ। বয়স মাত্র 28 বছর, এই বয়সে প্রত্যেক ক্রিকেটারই সাফল্যের শিখরে থাকেন। আর এই এত কম বয়সেই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন উন্মুখ চাঁদ। যা সত্যিই অবাক করেছে সকল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু কেন হঠাৎ করে এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন দিল্লির এই ব্যাটসম্যান? টুইট করে নিজের অবসরের কথা জানিয়েছেন উন্মুক্ত চাঁদ। সেই সঙ্গে তিনি তার অবসর নেওয়ার কারণও জানিয়েছেন।

   

টুইটারে উন্মুখ লিখেছেন, ” অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভারত অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তবে ভারতের হয়ে আর খেলবো না এটা ভাবতেই হৃদযন্ত্র বন্ধ হয়ে যাচ্ছে। তবে আমার নতুন পথ নিশ্চিয় খুব আকর্ষণীয় হবে। সবকিছু নতুনভাবে শুরু করব। আশা করছি নিজের সেরাটা দিতে পারবো।”

কোন ভারতীয় ক্রিকেটারকে বিদেশি ক্রিকেট লিগে খেলতে গেলে বিসিসিআইয়ের অনুমতি নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অনুমতি দেয় না বিসিসিআই। অপরদিকে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে গেলেও ভারতীয় জাতীয় দলের দরজা খুলে নি উন্মুখ চাঁদের। এছাড়াও আইপিএল এবং ভারতীয় ‘এ’ দলের হয়েও সেভাবে সুযোগ পান নি চাঁদ। তাই হয়তো বিসিসিআই থেকে অবসর নিয়ে আগামী দিনে বিদেশি লীগের পথে পা বাড়াতে চলেছেন উন্মুখ চাঁদ।