Uorfi Javed

Additiya

পাহাড়ে গিয়েও অসভ্যতা! পাথর দিয়ে স্তন ঢেকে অর্ধনগ্ন উরফি, ভিডিও দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

বিটাউনের (Bollywood) ভাইরাল কুইন উরফি জাভেদ (Uorfi Javed) সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাকটিভ। পোশাক বিতর্ক নিয়ে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তাঁর ফ্যানফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। তাইতো যেকোনো ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই মাত্র কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

   

বিগবস ওটিটির হাত ধরেই লাইমলাইটে আসেন উরফি। স্প্লিটসভিলাতেও দেখা গেছে তাঁকে। এক সময় শোনা যাচ্ছিল, খাতরো কে খিলাড়ি নতুন সিজনেও অংশ নেবেন এই অভিনেত্রী। যদিও পরবর্তীতে জানা যায় এই খবর সম্পূর্ণই ভুয়ো। বরাবরই পোশাক বিতর্কের কারণে খবরের শিরোনামে উঠে আসে উরফির নাম। এবারও হলনা তার অন্যথা।

কখনও চুইংগাম তো কখনও আবার সেফটিপিন দিয়েই পোশাক বানিয়ে ফেলেন জনপ্রিয় এই তারকা। নিজের ফ্যাশন সেন্সের কারণে বহুবার আইনি জটে জড়াতে হয়েছে উরফিকে। এমন কি পোশাকের কারণেই ঢুকতে তাকে দেয়া হয়নি রেস্টুরেন্টে। কিন্তু এত কিছুর পরেও নিজেকে একটুও পরিবর্তন করলেন না এই অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যা ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে নেট পাড়ায়। অভিনেত্রীর পোস্টে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছেন তিনি। প্রচন্ড জোরে বইছে হওয়া। তবে তাঁর শরীরে শীতবস্ত্র তো দূরের কথা কোন ভারী পোষাক লক্ষ্য করা গেল না। বরং বিকিনি পড়ে পাহাড়ের হাওয়া অনুভব করলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)


ভিডিও পোস্ট হতেই তা হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। বইতে শুরু করেছে বিতর্কের ঝড়। কটাক্ষ করে সমালোচকেরা লিখলেন ‘অঙ্গ প্রদর্শন করছেন উরফি’। তবে অভিনেত্রীর অনুরাগীরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, বরাবরই নিজের ফ্যাশন সেন্স-এর কারণেই বলি পাড়ার একাধিক তারকার নজর কেড়েছেন তিনি। একদিকে যেমন রণবীর সিং তাঁকে ‘ফ্যাশন আইকন’ আখ্যা দিয়েছেন ঠিক তেমনি রণবীর কাপুরের আবার বিশেষ পছন্দ নয় উরফিকে। যদিও সে সবে কোন মাথা ব্যথাই নেই অভিনেত্রীর। তিনি বরাবরই থাকেন নিজের খেয়ালে।