এগিয়ে এসেছে গরমের ছুটি, শেষ কবে? জানাল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

Summer Holiday by Government of West Bengal

এগিয়ে এসেছে গরমের ছুটি, শেষ কবে? জানাল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গরমের মাত্রা যে পুরোনো বছরের রেকর্ড ভাঙবে সেটা আগে থেকেই জানা ছিল। এমনকি মার্চের মাঝামাঝি থেকেই বেশ টের পাওয়াও যাচ্ছিল সেটা। বসন্তে এমন তাপপ্রবাহ দেখে একদিকে যেমন অবাক তেমনি মন খারাপ বাঙালির। তবে গরমের কথা ভেবে গতবছরের মত এবছরেও আগেভাগেই এল স্কুল ছুটির খবর। সম্প্রতি গরমের ছুটি (Summer Holiday) নিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কবে থেকে পড়ছে গরমের ছুটি?

যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি তবে এবছর ১২ই মে থেকে ১১ দিন গরমের ছুটি থাকার কথা ছিল। চৈত্র মাসেই যে হারে গরম পড়েছে আর একটু বেলা বাড়লেই রোদের তাপ বাড়ছে তাতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। নাহলে সুকে যাতায়াতের জেরে অনেক ছাত্রছাত্রীরাই অসুস্থ হয়ে পড়ছিল। তাহলে কবে থেকে পড়ছে ছুটি?

সম্প্রতি নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ শে এপ্রিল থেকেই রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি শুরু হবে। অবশ্য এর আগেও একাধিক ছুটি রয়েছে, গত ১০ই এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি ছিল। এরপর আগামী ১৪ ও ১৫ই এপ্রিল পয়লা বৈশাখের ছুটি থাকবে।

মোট কতদিনের ছুটি থাকবে গরমে?

শুরুর তারিখ সম্পকে জানালেও কবে ছুটি শেষ হবে সেটা আলাদা করে উল্লেখ করা হয়নি। গতবছরও ছুটির আগেভাগে ঘোষণা করা হয়েছিল। তবে গরম থাকার জেরে ছুটি বর্ধিত করা হয়েছিল। হয়তো এবারেও পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ফের ২% বাড়ল DA, লাভবান হবেন ১৬ লক্ষ সরকারি কর্মচারী, নববর্ষের আগে উপহার দিল রাজ্য সরকার

অতিরিক্ত ক্লাসের নির্দেশ স্কুলে

গরমের ছুটি একদিকে যেমন ভালো তেমনি অন্যদিকে চিন্তার। কারণ এতে একদিকে যেমন সিলেবাস শেষ করা হয়ে ওঠে না। তারউপর দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে থাকার কারণে অনেকেই আবার অর্ধেক জিনিস ভুলেই মেরে দে। তাই আগে থেকেই স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলে জানানো হচ্ছে।

সঙ্গে থাকুন ➥