১৩১ বছরের মর্যাদা হারাতে চলেছে উর্দু। এতদিন উর্দুকেও বিশেষ মর্যাদা দেওয়া হত জম্মু-কাশ্মীরে। এবার তার সঙ্গে জায়গা করে নিতে চলেছে হিন্দি, কাশ্মীরী, ডোগরি এবং ইংরেজি। ক্যাবিনেট মিটিংয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকর জানিয়েছেন, ‘আমরা পার্লামেন্টে জম্মু এবং কাশ্মীরের জন্য ভাষা বিল ২০২০ পেশ করতে চলেছি। যেখানে উর্দু সহ মোট ৫ টি ভাষাকে প্রাধান্য দেওয়া হবে। এই ৫ ভাষাকেই সরকারিভাবে প্রাধান্য দেওয়ার কথা ভাবা হয়েছে।’
Published By,