India

Papiya Paul

India: এক্কেবারে Free Wi-Fi দিচ্ছে সরকার! লাগবে না এক টাকাও, শুধু করতে হবে এই ছোট্ট কাজ

নিউজশর্ট ডেস্কঃ দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার উভয়ের তরফ থেকে নানা রকমের গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়। আর এই সমস্ত প্রকল্পে যথেষ্ট উপকৃত হয় সাধারণ মানুষ। এবার সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক(PM-WANI) ইন্টারফেস চালু করা হচ্ছে।

   

যেই প্রকল্পের অধীনে সারা দেশে সব স্থানে ফ্রি-তে Wi Fi সুবিধা প্রদান করা হচ্ছে। মূলত ডিজিটাল ইন্ডিয়া মিশনকে আরো অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে ইন্টারনেট এক্সেস যাতে করতে পারে, সেই কারণেই এই প্রকল্প নেওয়া হচ্ছে।

কি সুবিধা হবে এই প্রকল্পের?
এই প্রকল্পের বিভিন্ন রকমের সুবিধা রয়েছে। নিম্নে সেই সুবিধা গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বিনামূল্যে ইন্টারনেট: এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ পাবলিক প্লেস যেমন- রেলস্টেশন, বাসস্ট্যান্ড, মেট্রো স্টেশন, হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক এবং সরকারি অফিসগুলোতে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: Mukesh Ambani: মুকেশ আম্বানির প্রিয় বন্ধু কে জানেন? রিলায়েন্সের সাথে তাঁর সম্পর্ক শুনলে খুশি হবেন

হাইস্পিড ডেটা: PM-WANI এই প্রকল্প হাইস্পিড ইন্টারনেট সরবরাহ করবে। যার ফলে ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, এবং অনলাইন গেমিং সমস্ত কিছুই কোনরকমের বাধা ছাড়াই ব্যবহার করা যাবে।

নিরাপদ থাকবে তথ্য: এই প্রকল্প একেবারেই নিরাপদ ওয়াইফাই নেটওয়ার্ক প্রদান করবে। যার ফলে আপনার সমস্ত তথ্য নিরাপদে রাখতে সাহায্য করবে।

Wi-Fi

কিভাবে ব্যবহার করা যাবে?
প্রথমে আপনার স্মার্টফোন কিংবা ল্যাপটপে ওয়াইফাই সেটিংস অপশন ওপেন করে ‘PM WANI’ নামে ওয়াইফাই নেটওয়ার্ক নির্বাচন করতে হবে। এরপর আপনি একটি ওটিপি পেয়ে যাবেন। যেখানে আপনাকে অনুমতি গ্রহণের জন্য লিখতে হবে এরপর অনুমতি মিললেই আপনি ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: UPSC: একবার,দুইবার নয়, টানা ৪ বার ফেল, অবশেষে UPSC-তে র‍্যাঙ্ক করে স্বপ্নপূরণ করলেন বাংলার তরুণী

এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন:
আপনি PM-WANI এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://pmwani.gov.in/ থেকে বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন। এছাড়া এই প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য 1800-266-6666 নম্বরে কল করতে পারবেন। এই প্রকল্প মূলত সমাজ দেশবাসীকে ডিজিটাল মিশনের অন্তর্ভুক্ত করার জন্যই গঠন করা হয়েছে। এর সাথে দেশের সমস্ত মানুষেরা যাতে সহজে এবং সাশ্রয়ভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে সেদিকেও সাহায্য করা হবে।