লক্ষ্মীশ্রী ভট্টাচার্য, কলকাতাঃ বন্দে ভারতে চড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে! তাহলে আপনার মতই ভ্রমণপিপাসুদের জন্য সুখবর! এই নতুন বছরে, বন্দে ভারত এক্সপ্রেস শীঘ্রই নতুন রুটে চলবে। কেবল হাওড়া থেকে নয়, এবার শিয়ালদহ (Sealdah) থেকেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এখনও পর্যন্ত, পশ্চিমবঙ্গের সমস্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে উঠতে গেলে হাওড়া স্টেশন থেকে পৌঁছে যেতে হত, এবং অবশ্যই অনেক যাত্রী এতে অসন্তুষ্টও ছিলেন। কিন্তু এখন স্বস্তি মিলবে। কারণ পূর্ব রেল শিয়ালদহ থেকেও পরিষেবাটি উপলব্ধ করার জন্য সমাধান নিয়ে হাজির।
শিয়ালদহ থেকে কবে নাগাদ ছোটা শুরু করবে বন্দে ভারত? Sealdah Vande Bharat Express |
শিয়ালদহ থেকে বন্দে ভারত ছাড়ার জন্য, জায়গা তৈরির কাজে ইতিমধ্যেই লেগে পড়েছে পূর্ব রেল। শিয়ালদহ স্টেশন সংলগ্ন কাশীপুরের কাছে একটি নতুন রেল ইয়ার্ড তৈরি করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। রেল কর্মকর্তারাও জানিয়েছেন যে আগামী তিন মাসের মধ্যে পরিকাঠামো প্রস্তুত হয়ে যেতে পারে, এরপরেই বন্দে ভারত এক্সপ্রেস শিয়ালদহ থেকে চলাচল শুরু করার সম্ভাবনা প্রবল। এটি যাত্রীদের, বিশেষ করে যারা হাওড়ার পরিবর্তে শিয়ালদহের কাছাকাছি বাস করেন, তাঁদের জন্য আরও সুবিধা এনে দেবে। শিয়ালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হলে, শুধুমাত্র যে যাত্রীরা পরিষেবার রাস্তা আরও সহজ হবে তা নয়, উপরন্তু, এটি রেলওয়ের আয় বৃদ্ধি করবে এবং আঞ্চলিক অর্থনীতিতে সহায়তা করবে।
২৫০-৩০০ কোটির বাজেটে রেলের
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর একটি প্রেস কনফারেন্স করে পুরো খবরটি শেয়ার করেছেন। জানা গিয়েছে, রেল ইয়ার্ডের পাশাপাশি, ভারতীয় রেলওয়ে ডিপোতে আধুনিক সুযোগ-সুবিধা তৈরি এবং শিয়ালদহ এবং কলকাতা উভয় স্টেশনে ট্রেনের রক্ষণাবেক্ষণ পরিকাঠামো উন্নত করার দিকেও মনোযোগ দিচ্ছে। এই প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা খরচ হবে। কিন্তু এখানেই শেষ নয়। রেলওয়ে পুরনো সেতুগুলিকে উন্নত করে ট্রেনের গতি বাড়ানোর জন্যও কাজ করছে। তাছাড়া, ভবিষ্যতের উন্নয়নের জন্য প্রস্তুতি নিতে, রেলওয়ে কলকাতার বিকল্প টার্মিনাল হিসেবে ব্যান্ডেল স্টেশনকে গড়ে তোলার পরিকল্পনা করে ফেলেছে। এই পরিকল্পনার জন্য আবার আনুমানিক ৩০০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে, বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী এবং অন্যান্য রুটে চলাচল করে। নতুন শিয়ালদহ রুটের মাধ্যমে, দ্রুত গতিতে বেশি দূরত্বে ভ্রমণের সুবিধা আরও বেশি যাত্রীর কাছে প্রসারিত হবে, যা বন্দে ভারত এক্সপ্রেসকে বাংলার গভীরে প্রবেশের সুযোগ দেবে।