শ্রী ভট্টাচার্য, কলকাতা: ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train) জনপ্রিয়। এই হাই স্পিডের ট্রেন পরিষেবা এখন প্রায় প্রত্যেকটি রাজ্যেই উপলব্ধ করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য বন্দে ভারত এখনও বিলাসিতা মাত্র। কারণ এর অতিরিক্ত ভাড়া ঘাম বাড়িয়ে দেয় মধ্যবিত্তের। বন্দে ভারত ট্রেনের প্রিমিয়াম ভাড়া কাটার মতো ক্ষমতার বেশিরভাগেরই নেই। এখন ভাড়া কমাতে না পারলে ব্যবসায় পড়তে পারে টান। এই পরিপ্রেক্ষিতে, ভারতীয় রেলওয়ে বন্দে ভারত ট্রেনের টিকিটের দাম কমানোর কথা ভাবছে বলে জানা গিয়েছে।
বন্দে ভারত (Vande Bharat Train) ভাড়া কি কমানো হবে?
ভারতীয় রেল সূত্রের মতে, সরকার টিকিটের দাম সংশোধনের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। তবে, এই মুহূর্তে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি। আলোচনা দুরন্তগতিতে চলছে বলেই জানা গিয়েছে। আয়ের মতো বিষয়গুলির উপর ভিত্তি করে মূল্য কাঠামো সমন্বয় করতে পারে রেলওয়ে। বৃহত্তর জনসংখ্যার সাথে মানানসই টিকিটের দাম চালু করা হতে পারে।
আরও পড়ুন: টিকিটের পুরো দাম দিয়েও হাফ সিট পেতেন যাত্রীরা, যত সমস্যা মিটিয়ে দারুণ ব্যবস্থা করল ভারতীয় রেল
বলা বাহুল্য, এই বিষয়টি যথেষ্ট রাজনৈতিক দৃষ্টিও আকর্ষণ করেছে। কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন লোকসভায় এই বিষয়টি তুলে ধরেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সরাসরি প্রশ্ন করার সময়, হুসেন এদিন জিজ্ঞাসা করেন যে সরকারের কি বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমানোর কোনও পরিকল্পনা আছে কিনা! যাতে আরও বেশি সংখ্যক যাত্রী এই পরিষেবাটি নিতে পারেন। কারণ এটি এখনও অনেকের নাগালের বাইরে। তবে, উত্তর এখনও অজানা।
প্রসঙ্গত, ২০১৯ সালে চালু করা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। এই আধা-উচ্চ-গতির ট্রেন যাত্রীদের জন্য অত্যন্ত আরামদায়ক, বিলাসবহুল। আর পাঁচটা সাধারণ ট্রেনের এর কাছে নিতান্তই নগন্য।তবে, এই ট্রেনের মোটা অঙ্কের ভাড়া এগুলিকে কম সাশ্রয়ী করে তুলেছে। বিশেষ করে নিম্ন আয়ের যাত্রীদের জন্য এখন টিকিট কেনা কঠিনই বটে। বন্দে ভারত ট্রেনের পরিষেবার কথা বলতে গেলে বর্তমানে, সারা দেশে ৮০০ কিলোমিটার বা ১০ ঘন্টার কম সময়ের রুটে ১৩৬টি পরিষেবা দিয়ে থাকে এই উন্নত ট্রেন।