রাম তুলসী না কৃষ্ণ তুলসী! কোন তুলসী বাড়িতে থাকলে জীবনে সৌভাগ্য আসবে?

নিউজশর্ট ডেস্কঃ তুলসী গাছ(Tulsi Plant) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। শুধুমাত্র ধর্মীয় কাজে নয়, আরো অন্যান্য কাজে তুলসী গাছ ব্যবহার করা হয়। প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ লাগানো হয়। সকাল-সন্ধ্যা দুই বেলাতেই ধূপ-ধুনো প্রদীপ জ্বালানো হয় তুলসী গাছের সামনে।

আপনারা জানেন কি তুলসী গাছ মূলত দুই ধরনের হয়। একটি হলো রাম তুলসী এবং অন্যটি হল কৃষ্ণ তুলসী। বাড়িতে দুই ধরনের তুলসী লাগাতে দেখা যায়। তবে এই দুই তুলসী গাছের সম্পর্কে অনেক কাহিনী রয়েছে তা আপনি জানেন কি? কোন তুলসী গাছ বাড়িতে লাগানো শুভ? চলুন তাহলে জ্যোতিষী মতে(Vastu Tips For Tulsi Plant) সম্পূর্ণটা বিস্তারিতভাবে জানানো যাক।

বেশিরভাগ বাড়িতেই সবুজ পাতার তুলসী গাছ দেখা যায়। এই তুলসী গাছকে রাম তুলসী বলে চিহ্নিত করা হয়। এই রাম তুলসী গাছের স্বাদ কিছুটা মিষ্টি। যেসব বাড়িতে এই তুলসী গাছ লাগানো হয় সেখানে সুখ-সমৃদ্ধি এবং উন্নতি আসে। ঐদিকে কৃষ্ণ তুলসীতে কালো এবং গাঢ় বেগুনি রংয়ের পাতা থাকে। ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় এই তুলসীর স্বাদ খুব মিষ্টি। তবে এই তুলসী গাছের অনেক ঔষধি গুন আছে।

আরও পড়ুন: বাড়ির তুলসী গাছের ধারেকাছে ভুলেও এই ৬ জিনিস রাখবেন না! ছাড়খার হয়ে যাবে আপনার সংসার

আপনি বাড়িতে রাম তুলসী হোক কিংবা কৃষ্ণ তুলসী দুটোর মধ্যে যেকোনো একটি গাছ লাগাতে পারেন। পুজোর ক্ষেত্রে বাড়ির উঠোনে রাম তুলসী গাছ লাগাতে হবে কারণ এই গাছ ঘরে সুখ সমৃদ্ধি আনে এবং নেতিবাচকতা দূর করে। কার্তিক মাসে তুলসী গাছ লাগালে ঘরে আরও বেশি সুখ সমৃদ্ধি আসে। বিশেষ করে কার্তিক মাসের বৃহস্পতিবার তুলসী গাছ লাগানোর জন্য আদর্শ।

Avatar

Papiya Paul

X