Papiya Paul

ভালো সময় ফিরছে টলিউডের, বক্সঅফিস কাঁপাতে আসছে এই ৮টি বাংলা সিনেমা

করোনা মহামারী আসার পর থেকে বহু ক্ষেত্রে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। আর এই তালিকায় নাম ছিল বিনোদন জগতের। এই বিশাল ধাক্কা থেকে কার্যত সামলে ওঠা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল বিনোদন জগতের ক্ষেত্রে। তবে এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বিনোদন জগত। একদিকে যেমন দক্ষিণ ইন্ডাস্ট্রি অন্যদিকে বলিউড দুই জায়গায় আশার আলো দেখছে। আর তাই এবার পিছিয়ে নেই টলিউড।

   

বাংলার চলচ্চিত্র জগতকে আবার নতুনভাবে ফিরে পেতে একগুচ্ছ ছবি মুক্তির কথা ঘোষণা করেছে বাংলার প্রযোজনা সংস্থা এসভিএফ(SVF)। এই বছরে বেশ কিছু ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে এই বছর।

দ্য একেন (The Eken) : আগামী ১৪ এপ্রিল এসভিএফের ব্যানারে এই ছবিটি মুক্তি পাবে। এই ছবির পরিচালক জয়দীপ মুখার্জি আর এখানে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমার পর্দায় দেখা যাবে এই ছবি।

এক্স = প্রেম (X = Prem) : এই মুহূর্তে জোর চর্চা চলছে সৃজিত মুখার্জির এই ছবি নিয়ে। এই ছবিতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস, অপরাজিতা ঘোষ সহ অন্যান্যরা। আগামী ১৩ ই মে এই ছবিটি মুক্তি পাবে।

কুলের আচার (Kuler Achaar) : এই ছবি দিয়ে আবার অনেকদিন পর বড়পর্দায় আসছেন শ্রীময়ী ওরফে ইন্দ্রানী হালদার। এছাড়া এই ছবিতে থাকবেন মধুরিমা সরকার ও বিক্রম চ্যাটার্জি। আগামী ৩রা জুন ‘কুলের আচার’ ছবিটি মুক্তি পাবে।

খেলা যখন (Khela Jawkhon) : অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী। এছাড়া থাকবেন জুন মালিয়া, বরুণচন্দ অলকানন্দা রায়, হর্ষ ছায়া এবং আরও অনেকে। আগামী ১লা জুলাই এই ছবিটি মুক্তি পাবে।

ব্যোমকেশ (Byomkesh) : এখানে ব্যোমকেশের চরিত্রে থাকবেন আবির চ্যাটার্জি এবং তার স্ত্রী ‘সত্যবতী’র ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার। আবার অজিতের ভূমিকায় অভিনয় করেছেন সুহত্র সরকার। এই ছবি ১১ আগস্ট মুক্তি পেতে পারে।

বল্লভপুরের রূপকথা (Ballabhpurer Roopkotha) : অনির্বাণ ভট্টাচার্য এই ছবিতে বড়পর্দায় পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করবেন। আগামী ২১শে অক্টোবর ছবি মুক্তির দিন ঠিক করা হয়েছে।

কর্ণসুবর্ণের গুপ্তধন (Karna Subarner Guptodhon) : আবার আরেকবার বড়পর্দায় আসছে সোনাদা, আবির এবং ঝিনুক। আবির চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা অভিনীত এই ছবির মুক্তির সম্ভাব্য দিন ৩০শে সেপ্টেম্বর।

হত্যাপুরী (Hatyapuri) : আবার পর্দায় হাজির ফেলুদা। সন্দীপ রায়ের পরিচালনায় সত্যজিৎ রায়ের লেখা ‘হত্যাপুরী’ গল্প আসছে চলতি বছরেই। এই ছবির সম্ভাব্য মুক্তির তারিখ ২৩শে ডিসেম্বর।