Vi

Vi: Wi-Fi, ব্রডব্যান্ড কিচ্ছু লাগবে না! রোজ মিলবে ৪ জিবি ডেটা, Vi-র ধামাকা অফারে মাথায় হাত Jio-র

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম টেলিকম সংস্থাগুলোর মধ্যে প্রথমেই জায়গা করে নিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। এরপর এই দ্বিতীয় স্থানে জায়গা রয়েছে এয়ারটেলের। আর তৃতীয় স্থানে জায়গা করেছে ভোডাফোন-আইডিয়া এবং চতুর্থ স্থানে রয়েছে বিএসএনএল। প্রত্যেকটি টেলিকম সংস্থা গ্রাহকদের মন জয় করার জন্য নতুন প্ল্যান নিয়ে আসছে।

যদিও ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল প্রযুক্তি এবং পরিষেবা অনেকটাই পিছিয়ে রয়েছে, যার ফলে প্রচুর গ্রাহক প্রত্যেক মাসে এই দুই নেটওয়ার্ক ছেড়ে অন্য নেটওয়ার্কে চলে যাচ্ছে। আর তাই এবার গ্রাহককে ধরে রাখার জন্য ভোডাফোন আইডিয়া(Vi) নতুন অফার নিয়ে এসেছে। আর এই অফারগুলো অত্যন্ত লাভজনক হলে মনে পড়ছেন সকলে।

ভিআই-এর যে সকল জনপ্রিয় রিচার্জ প্ল্যান রয়েছে তার মধ্যে এমন একটি রিচার্জ প্ল্যান আছে। যেটি ব্যবহার করলে ব্রডব্যান্ড, ওয়াইফাই ইত্যাদি নানা পরিষেবার প্রয়োজন হবে না বহু গ্রাহকের। তার কারণ হলো এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে ৪ জিবি করে ডেটা পাওয়া যাবে। আর ৪জি স্পিডে এই ডেটা মিলবে। এছাড়া এই প্ল্যানের সঙ্গে আরও একাধিক অফার রয়েছে। চলুন তাহলে এই ধামাকাদার প্ল্যান সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।

আরও পড়ুন: BMW Bike: ভারতের মার্কেটে হাজির BMW বাইক, টপ স্পিড ঘন্টায় ২৭৮ কিমি! দাম শুনলে তাজ্জব হবেন

Vi এর ৪৭৫ টাকার রিচার্জ প্ল্যান:

এই প্ল্যানের জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৪৭৫ টাকা। আর এই প্ল্যানে ভোডাফোন আইডিয়ার গ্রাহকেরা প্রত্যেকদিন ৪জিবি করে ডেটা পাবেন। শুধু ডেটা নয়, এর সঙ্গে রয়েছে আরও একগাদা সুযোগ সুবিধা। এর সাথে প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস-এর সুযোগ রয়েছে। যেকোনো নেটওয়ার্ক-এ আনলিমিটেড কথা বলার সুযোগ আছে। এছাড়া এই রিচার্জ প্ল্যানটির বৈধতা আছে ২৮ দিন।

Vodafone Idea

যারা এই ৪৭৫ টাকা রিচার্জ করবেন তারা আর রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়া প্রত্যেক দিনের যে ৪ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে, সেটি খরচ না হলে সপ্তাহের শেষে ডেটা রোল ওভারের সুযোগ মিলবে। শনিবার এবং রবিবার সেই ডেটা খরচ করার সুযোগ থাকবে। এর পাশাপাশি প্রত্যেক মাসে ২ জিবি করে ব্যাকআপ ডেটা সংস্থার তরফ থেকে দেওয়া হচ্ছে।

Avatar

Papiya Paul

X