Vi: পয়সা উসুল প্ল্যান লঞ্চ VI-র, মিলবে অতিরিক্ত ৫০ জিবি ডেটা, সঙ্গে ক্যাশব্যাক, কপাল পুড়লো Jio-র

নিউজশর্ট ডেস্কঃ দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া(Vodafone Idea)। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই সংস্থাও নিত্যনতুন অফার নিয়ে আসে। যদিও জিওর(Jio) তুলনায় এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে এই সংস্থা। তবুও প্রতিযোগিতায় টিকে থাকা লড়াইয়ে একটার পর একটা অফার নিয়ে আসছে এই সংস্থা। আর এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যবহারকারীদের জন্য নতুন অফার চালু করেছে Vi

এই অফারের আওতায় গ্রাহকেরা অতিরিক্ত ডেটার সুবিধা পাওয়ার পাশাপাশি অতিরিক্ত ডিসকাউন্টও পাবেন। তবে মনে রাখবেন, এই অফার শেষ হতে আর মাত্র তিন দিন বাকি রয়েছে। ৩০ শে জানুয়ারী ২০২৪ পর্যন্ত এই অফার প্রযোজ্য আছে। এই প্ল্যানের জন্য আপনাকে বার্ষিক ৩০৯৯ টাকা খরচ করতে হবে। এই অফারে কি কি সুবিধা পাওয়া যাবে চলুন তাহলে জেনে নেওয়া যাক।

Vi এর ৩০৯৯ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানের সঙ্গে গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি হাই স্পিড ইন্টারনেট পাবেন। এর সাথে যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএসের সুবিধা মিলবে। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে অতিরিক্ত অফার হিসেবে ৫০ জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হবে। আর আপনি যদি এই প্ল্যানটি Vi অ্যাপ থেকে কেনেন, তাহলে ৭৫ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

আরও পড়ুন: Vi গ্রাহকদের জন্য খারাপ খবর, এবার রিচার্জ করতে হবে এই প্ল্যান, নাহলে চলবে না ইন্টারনেট!

অতিরিক্ত আরো সুবিধা:
এই প্ল্যানে আপনি Binge All Night এর সুবিধা পেয়ে যাবেন। মাঝরাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত। এই সময়ের মধ্যে ইন্টারনেট সাফিং করলে আপনার মোবাইল ডাটা খরচ হবে না। শুধু সময় যাবে। এটা ছাড়াও আপনি এই সপ্তাহর শেষে ডেটা রোলওভারের সুবিধা পাবেন।

এর মানে হলো আপনি সপ্তাহ শেষে সপ্তাহের দিনগুলিতে অবশিষ্ট ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া ওটিটি সাবস্ক্রিপশন হিসেবে এক বছরের জন্য বিনামূল্যে Disney Plus Hotstar এক্সেস করার সুযোগ মিলবে। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে Vi থেকে Vi Movies ও TV তে অ্যাকসেস করার সুযোগ মিলবে।

Avatar

Papiya Paul

X