viral mithai serial's ending shooting scenes

Moumita

ভাইরাল ‘মিঠাই’য়ের শুটিংয়ের শেষ দৃশ্য, চোখে জল আদৃত-সৌমিতৃষার, কেঁদে ভাসাচ্ছেন ভক্তরাও

আজকের দিনে একটা সিরিয়াল(Bangla Serial) শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় আরেকটা সিরিয়াল। টিআরপির(TRP) প্রতিযোগিতায় হেরে বাকি সিরিয়াল যখন ২-৩ মাসেই পাততাড়ি গোটাচ্ছে সেখানে প্রায় আড়াই বছর ধরে টলি দুনিয়ায় রাজ করছে মিঠাই‌(Mithai)। একটা সময় ছিল যখন প্রায় এক বছর এক টানা টিআরপি তালিকায় রাজ করেছে এই মেগা।

   

তবে সৃষ্টির নিয়ম অনুযায়ী যে জিনিসের শুরু আছে তার শেষ-ও আছে। বন্ধ করতে হয় পথচলা। আর সেই নিয়ম মেনেই এবার শেষ হচ্ছে মিঠাই। ইতিমধ্যেই শেষদিনের শুটিং সারা। আর তারপর থেকেই ভক্তদের মন বেজায় খারাপ। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০২১ -এর ৪ জানুয়ারি থেকে পথ চলা শুরু হয় মিঠাইয়ের। ধারাবাহিকের নাম ভূমিকায় ছিলেন সৌমিতৃষা কুন্ডু।

ধারাবাহিকে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জাতির ক্রাশ আদৃত রায়‌। অনস্ক্রিন ‘সিধাই’ জুটিকে ভক্তরা এতটা ভালোবাসা দিয়েছিল যা সত্যিই অবাক করার মত‌। মোটের উপর গোটা মনোহরা পরিবারকেই ভিষণ আপন করে নিয়েছিল দর্শকরা। এরকম একটা ফ্যানবেস-কে ছেড়ে যেতে কি কলাকুশলীদের কম মন খারাপ হচ্ছেনা! সম্প্রতি জি বাংলার তরফ থেকে একটা রিল পোস্ট করা হয়েছে যেখানে কান্নায় ভেঙে পড়েছে অভিনেতারা।

এই রিল ভিডিওতে দেখা যায় ‘মিঠাই’ ধারাবাহিকের স্ক্রিপ্টের শেষ পাতায় ফুটে ওঠে মুঠোফোনের পর্দায়। সেখানে লেখা উঠল ‘এন্ড অব মিঠাই।’ কান্নায় ভেঙে পড়েছিল সৌমিতৃষা এবং আদৃত রায়। চোখে জল দেখা গেল দিয়া মুখোপাধ্যায় থেকে ঐন্দ্রিলা সাহা সকলেরই। পাশাপাশি চোখ ভিজে গেল উদয় প্রতাপ থেকে ধ্রুবজ্যোতি সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী সকলেরই।

এইদিন শেষবারের মত মোদক পরিবারের লোক হয়ে সেলফি তোলেন ভক্তদের সাথে। গোটা মনোহরা পরিবারকেই এক সাথে দেখা যায় এইদিন। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘সুখে-দুখে মিষ্টি মুখে”-র রেশ থাকুক আজীবন… মিঠাই।’ কমেন্ট বক্সে এক ব্যক্তি লেখেন, ‘মিঠাই ২ চাইলেও প্লিজ গল্প লিপ নিয়ে বানাবেন না। একই কাস্ট নিয়ে একদম ফ্রেশ গল্প নিয়ে আসবেন প্লিজ।’

অপর এক ইউজার লিখেছেন, ‘ভিডিওটা দেখে আর ধরে রাখতে পারছি না নিজেকে৷ শেষ অনুরোধ জি বাংলাকে, সম্ভব হলে মিঠাই ২ আসুক’। অপর এক নেটনাগরিকের মতে, ‘মিঠাইয়ের রেশ রয়ে যাবেই। মিঠাই ২-এর মাধ্যমে আবার সবার ফেরার অপেক্ষায় রইলাম৷’ প্রসঙ্গত উল্লেখ্য, মিঠাই শেষ হয়ে গেলেও খুব শীঘ্রই বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা। আর তাও আবার সুপারস্টার দেবের বিপরীতে। ছবির নাম ‘প্রধান’। ছবির পরিচালক অভিজিৎ সেন।