Viral News

Additiya

আহামরি আয়োজন! বিয়েতে সোনার স্ট্যান্ডে খাবার খাচ্ছেন অতিথিরা, ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

নিজের বিয়েকে (Marriage Ceremony) স্মরণীয় করে রাখতে কত কিছুই না করেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। কেউ পড়েন জমকালো পোশাক তো কেও আবার নতুনত্ব আনেন মণ্ডপ সজ্জায়। অনেকে আবার বিয়ের অনুষ্ঠানের নানান রকম ছবি ক্যামেরাবন্দি(Camera) করতে খরচ করেন লাখ লাখ টাকা।

   

সম্প্রতি এমনই এক বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। বিয়েতে অভিনবত্ব আনতে খরচ করা হয়েছে প্রায় কোটি টাকা। সামাজিক মাধ্যমে এই ভিডিও তুলে ধরেছেন এক টুইটার ব্যবহারকারী। এমন রাজকীয় বিয়েবাড়ি দেখার সুযোগ করে দিয়েছেন সকলকে।

মাত্র কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল এক অন্যরকম ভিডিও। ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা গেছিল বাইকের সামনে কুকুরকে বসিয়ে বিয়ে করতে যাচ্ছেন বর। আর এবার প্রকাশ্যে এলো বিয়ের রাজকীয় আয়োজন এর ভিডিও। যেখানে রাজার হালে সিংহাসনে বসে অতিথিদের খাবার খেতে দেখা যাচ্ছে। তবে এখানেই শেষ নয় রয়েছে এর থেকেও বড় চমক।

যে স্ট্যান্ডে প্লেট রেখে খাবার খাচ্ছেন অতিথিরা। জানা হচ্ছে, এই স্ট্যান্ড তৈরি হয়েছে সোনা দিয়ে। দেখা যাচ্ছে ময়ূরের নকশা। বিয়ে বাড়ির এহেন আয়োজন দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, ‘এমন বিয়ে বাড়িতে আমন্ত্রিত হতে পারলে সেটা ভাগ্যের বিষয়’।

সোশ্যাল মিডিয়ার দৌলতে সবকিছুই হাতের মুঠোয়। এক ক্লিকে জেনে নেওয়া যায় দেশ-বিদেশের নানান খবর। তেমনই এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছেন বহু সাধারণ নাগরিক। সেই তালিকায় রয়েছেন বাদাম কাকু, মাখামাখি কাকু, রানু মন্ডল সহ আরোও অনেকেই। আর এবার রাজকীয় বিয়ের আয়োজনের ভিডিও ভাইরাল। যদিও এই ভিডিওটি কবে কার এবং কোথাকার সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।