টিকিট চেক করছিলেন টিটি, সিটিআইয়ের চোখ যেতেই অবাক কান্ড! কী ঘটল হাওড়া স্টেশনে

Viral Rail News

টিকিট চেক করছিলেন টিটি, সিটিআইয়ের চোখ যেতেই অবাক কান্ড! কী ঘটল হাওড়া স্টেশনে

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: হাওড়া রেলওয়ে স্টেশনে অবাক করা কান্ড (Viral Rail News)। পরনে কালো কোট এবং ব্যাজ, একজন টিটিই যাত্রীদের টিকিট চেক করছিলেন। এমন সময় সিটিআই/এইচডব্লিউএইচ দেবদু লাল ভট্টাচার্য লক্ষ্য করেন সেটা। ওই টিটিই এদিন হাওড়া নিউ কমপ্লেক্সে টিকিট চেক করছিলেন এদিন। তারপরেই বাধে গোলযোগ।

প্ল্যাটফর্মে টিকিট চেক করার সময় টিটিই ইউনিফর্ম পরা ওই অফিসারকে দেখে হঠাৎ সন্দেহ হয় সিটিআই-এর। তিনি তার কার্যকলাপ লক্ষ্য করতে থাকেন। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায় সে এই আসলের পোশাক পরা টিটিই আসলে নকল। প্রতিদিন হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে টিকিট চেক করেন লুকিয়ে চুরিয়ে। এতদিন পর সবটা জানতে পারল রেল। ইতিমধ্যেই তার কাছ থেকে জাল পরিচয়পত্র সহ বেশ কয়েকটি ভিন্ন পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আম্বানির ১৫,০০০ কোটির বাড়িতে একটাও এসি নেই! তাহলে কীভাবে ঠান্ডা হয় ‘অ্যান্টিলিয়া’?

টিকিট চেকিং কর্মীরা ধৃত যুবককে আরপিএফের হাতে তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। আরও তদন্ত চলছে। ধরা পড়া ওই অভিযুক্তের নাম রৌনিত রাজ শ। তিনি জানান, তাঁর সাথে আরও ২-৩ জন লোক আছেন যারা হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে নিয়মিত টিকিট চেক করেন। এইভাবে, স্টেশনে ভুয়া টিটিই সেজে যাত্রী ঠকানো একটি চক্র ধরা পড়ে এদিন।

খুব স্বাভাবিকভাবেই এ ঘটনায় বিচলিত রেল। খড়গপুর রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম এদিন নিশান্ত কুমার সংবাদমাধ্যমকে বলেন, রেলওয়ে কমার্শিয়াল বিভাগের দল জালিয়াতিমূলক কার্যকলাপ সনাক্ত এবং প্রতিরোধ করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। হাওড়া সিটিআই-এর এই প্রচেষ্টা সতর্কতা এবং সততার সাথে সেবা করার প্রতিশ্রুতিকে তুলে ধরে। তিনি এদিন এই ধরনের জালিয়াতি বন্ধে অভিযান আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

সঙ্গে থাকুন ➥