ভাইরাল ভিডিও,সাপ,টুইটার,সোশ্যাল মিডিয়া,Viral Video,Snake,Tweeter,Social Media

Moumita

সাপের ইউটার্ন! সাপ ধরতে গিয়ে নিজেই বেকায়দায় পড়লেন এই ব্যক্তি, লোমহর্ষক ভিডিও দেখে ভয়ে কাঁপছেন নেটিজেনরা

সাপ এমন এক প্রাণী যা দেখলেই শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত নেমে যায়। টিভির পর্দায় বিশালাকার অ্যানাকোন্ডার মানুষ গেলা থেকে কিং কোবরার ছোবল, মনে পড়লেই যেন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়। ফলে আশেপাশে কোথাও সাপের কথা শুনলেই পা গুটিয়ে নিরাপদ আশ্রয় খোঁজে সবাই।

   

সম্প্রতি এই সাপেরই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সত্যি বলতে স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিও দেখলে যে কেউই চমকে উঠবেন। সাপ ধরতে গিয়ে এমন বিপদের সম্মুখীন হবেন তা ভাবেই পারেনি কেউ। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেছে নেট মাধ্যমে।

ভাইরাল এই ভিডিওটি জুড ডেভিড নামে এক ট্যুইটার ব্যবহারকারী তার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। তার সাথে দর্রশকদের উদ্দেশ্যের বিশেষ বার্তাও দিয়েছেন তিনি, ‘কখনও সাপকে তার লেজ দিয়ে বিচার করবেন না।’ ক্যাপশনটি শুনতে মজার মনে হলেও এটি যে কতটা বাস্তবসম্মত তা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।

প্রথমেই বলি এই ভাইরাল ভিডিওটি মোটেও দুর্বল মানুষদের জন্য নয়! মুহুর্তের জন্য হার্টবিট বাড়িয়ে দিতে পারে এই ভিডিও। ট্যুইটারে শেয়ার হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি ঘরের ভিতর থেকে লাঠি দিয়ে টেনে একটা কোবরাকে বের করার চেষ্টা করছেন।

আপাতদৃষ্টিতে লেজটুকু দেখে ছোটোখাটো বাচ্চা কোবরা বলেই মনে হচ্ছিলো। তবে ঐ ব্যক্তি সাপটির লেজ ধরে টেনে বার করার চেষ্টা করতেই আচমকায় ‘ইউ-টার্ন’ করে সাপটি। লেজ ঘুরিয়ে ফণা উঁচিয়ে তেড়ে আসে ব্যক্তির দিকে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো সাপটির উচ্চতা। ভয়ে নিজের হাতের লাঠিটিও ফেলে পিছিয়ে আসে ঐ ব্যক্তি।

ভিডিওটি টুইটারে পোস্ট হতেই ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে। একজন ইউজার তো ভিডিওটি রিট্যুইট করে লিখেছেন, ‘কীভাবে কোনও কোবরাকে বাঁচানো উচিত নয়। বিশেষত যখন সেটা কিং কোবরা।’ যদিও শেষমেষ ঐ কোবরাটিকে উদ্ধার করতে পেরেছিলো কি না তা আর জানা যায়নি।