বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এমন একটা জায়গা যেখানে রাগ, দুঃখ, আনন্দ সবকিছুরই বহিঃপ্রকাশ করে থাকি আমরা। সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন গুচ্ছ গুচ্ছ অবাক করা পোস্ট, ভিডিও ভেসে ওঠে আমাদের চোখের সামনে। কখনও কোনো মজার ভিডিও তো কখনও আবার ফিরে চমকানোর মতো কিছু।
সম্প্রতি এমনই এক ভিডিও বেশ শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। একটা বিশালাকার অজগর সাপ আর তিন খুদে বাচ্চার লড়াইয়ের ভিডিও। লোমহর্ষক এই ভিডিও দেখে তো তাজ্জব বনে গেছে গোটা দুনিয়া। কীভাবে এক অজগরের মুখ থেকে তার খাবারকে (একটা কুকুর) ছিনিয়ে নিয়ে এলো এই তিনজন তা দেখলে সত্যিই অবাক না হয়ে পারা যায় না।
প্রসঙ্গত, ভিডিওটি প্রথমে টিকটক মাধ্যমে শেয়ার করা হয়। এরপর সেখান থেকে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই তা। ভাইরাল সম্প্রতি @_figensezgin নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটা বিরাটাকার অজগর পেঁচিয়ে ধরে আছে একটু কুকুরকে।
These kids 👏👏 pic.twitter.com/fa2yQH71Eo
— figen sezgin (@_figensezgin) August 5, 2022
অজগরের থাবায় আবদ্ধ হয়ে বিন্দুমাত্র নড়ারও শক্তি নেই তার। এরপরই সেখানে এসে উপস্থিত হয় তিনটি ছোট্ট শিশু। একজন একটা লাঠি তুলে নিয়ে মারতে থাকে অজগরের মাথায়। কিন্তু এতো কিছুতেও নিজের শিকার ছাড়তে নারাজ অজগরটি। এরপর হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে একটি শিশু ঝাঁপিয়ে পড়ে অজগরটির উপর।
হাত ধরে টানতে থাকে অজগরটিকে। হাত দিয়ে টেনে কুকুরটিকে মুক্ত করে অজগরের কবল থেকে। এক ১ মিনিটের রুদ্ধশ্বাস করা ভিডিওটি দেখে রীতিমত হতভম্ব হয়ে পড়েছে নেটবাসিরা। নিজের জীবনের পরোয়া না করে কুকুরটির জীবন বাঁচাতে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তারা তা সত্যিই প্রশংসনীয়।
কেউ কেউ বাচ্চাগুলির সাহসীকতাকে কুর্নিশ জানিয়ে লিখেছে, ‘সাবাশ বেটা’, আবার কেউ ক্যামেরা ম্যানকে কটাক্ষ শানিয়ে বলেছেন, ‘যে ভিডিও করছিলো সে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলো?’, সববে মিলিয়ে এই মুহূর্তে ১ মিনিটের লোমহর্ষক এই ভিডিওটি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।