শাহরুখ খান,সলমন খান,বিবেক অগ্নিহোত্রী,টুইট,বলিউড,বিনোদন,গসিপ,Shahrukh Khan,Salman Khan,Vivek Agnihotri,Tweet,Bollywood,Entertainment,Gossip

‘বাদশা-সুলতানদের বাদ দিয়ে সিনেমা বানানো হোক!’, নাম না করেই শাহরুখ-সলমনকে একহাত নিলেন বিবেক অগ্নিহোত্রী

কাশ্মীর ফাইলস খ্যাত বিবেক অগ্নিহোত্রীকে এখন কে না চেনেনা। যেসময় বলিউড প্রায় ডুবতে বসেছিলো সেই সময় তার পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ জাগিয়ে তুলেছিলো বক্স‌ অফিস গুলিকে। কাশ্মীরী হিন্দু পন্ডিতদের উপর ঘটে যাওয়া নির্মম সত্যকেই পর্দায় উপস্থাপিত করেছিলেন তিনি। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও মানুষ হলগুলিতে ভিড় জমিয়েছিলো কাশ্মীরের এই অজানা ইতিহাস জানার উদ্দেশ্যে।

বহু বাধাবিপত্তি পেরিয়ে নজিরবিহীন সাফল্য অর্জন করে ছবিটি। খ্যাতির শীর্ষে পৌঁছে যান বিবেক অগ্নিহোত্রী। দেশের নানা বিষয়ে নিজের মতামতও জাহির করতে দেখা যায় তাকে। সম্প্রতি তিনি একহাত নিয়েছেন বলিউডে সাম্রাজ্য বিস্তারকারি দুই তারকা শাহরুখ খান এবং সলমন খানকে। পরিচালকের মতে আজ বলিউডের এই দূর্দশার মূলে রয়েছে এই দুই অভিনেতা।

সম্প্রতি একটি টুইট করে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। যদিও বিবেক কারোরই নাম নেননি তার টুইটে। তবে তার এই উড়ন্ত তীর যে ঠিক কার উদ্দেশ্যে তা‌ আর বুঝতে বাকি নেই কারো। টুইট প্রকাশ্যে আসার পরই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিবেকের দাবি, ‘বলিউডে যতদিন এই কিং, বাদশা, সুলতানরা রয়েছে, ইন্ডাস্ট্রি ডুবতেই থাকবে। মানুষের গল্প নিয়ে মানুষের ইন্ডাস্ট্রি বানানো হোক। আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেবে বলিউড।’

একাধারে যেমন পরিচালকের এই কটাক্ষ ভরা টুইটের সমর্থন জানিয়েছে অনেকেই, অন্যদিকে শাহরুখ-সলমন ভক্তরাও নেমে পড়েছে বিবেক অগ্নিহোত্রীকে এক হাত নেওয়ার জন্য। অনেকেই আবার পাল্টা প্রশ্ন ছুড়েছেন এই বলে যে, এতদিন ধরে কিন্তু এই দুই খানই বলিউডকে জনপ্রিয়তার চূড়ায় তুলে এসেছেন। তখন কোথায় ছিলেন বিবেক অগ্নিহোত্রী?

বর্তমানে IMDb এর তালিকার প্রথম পাঁচের মধ্যে থাকা একমাত্র বলিউড সিনেমা কাশ্মীর ফাইলস। সিনেমাটি ৮.৩ রেটিং নিয়ে রয়েছে এবছরের ব্লকবাস্টার সিনেমা KGF Chapter 2 এর পরই। KGF 2 এর IMDb রেটিং রয়েছে ৮.৫। সারাভারত জুড়ে দক্ষিণী সিনেমার ভরাবাজারের মধ্যে থেকেও কাশ্মীর ফাইলস নিজের জায়গা করে নেয় বক্স অফিসে। এবছরের এখনো পর্যন্ত সবথেকে বেশি আয় করা বলিউড সিনেমাও কাশ্মীর ফাইলস।

Avatar

Moumita

X